সংগ্রামপুরে রেললাইনে বসে গেল বালিবোঝাই লরি, ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখায়

ট্রেন চলাচল বন্ধ ছিল টানা ৪০ মিনিট

Updated By: Sep 30, 2019, 09:53 AM IST
সংগ্রামপুরে রেললাইনে বসে গেল বালিবোঝাই লরি, ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখায়

নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই বিপত্তি। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবারের কাছে সংগ্রামপুরে রেল লাইনের ওপরে বসে গেল বালি বোঝাই লরি। ফলে সকাল সাড়ে সাতটা নাগাদ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই শাখায়।

আরও পড়ুন-মমতা মেরেছে-ধরেছে বলে কাঁদুনি গাইবেন না, বুথ-সংগঠন বিস্তারের নির্দেশ নাড্ডার

রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ওই শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক আপ ও ডাউন ট্রেন। চরম দুর্ভোগ পড়ে যান নিত্যযাত্রীরা। পরিস্থিতি দেখে লরি থেকে বালি সারানো কাজ শুরু হয়ে যায়। পরে ক্রেন এসে লরিটিকে সরিয়ে নিয়ে যায়।

জানা যাচ্ছে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা গামী একটি ট্রেন সকাল সাতটা নাগাদ নেতরা স্টেশনের কাছে দাঁড়িয়ে যায়। এরপর সাতটা চল্লিশের একটি ট্রেন ডায়মন্ড হারবার থেকে ছাড়ার কথা থাকলেও তার সময় মতন ছাড়েনি।

আরও পড়ুন-বন্যায় দেশজুড়ে মৃত শতাধিক, বিহার জারি রেড অ্যালার্ট, কেন্দ্রের সাহায্য চাইলেন নীতীশ

রেল সূত্রে জানা গিয়েছে টানা ৪০ মিনিট লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে মগরাহাট থেকে ট্রেন বাতিল হয়নি। দুটি ট্রেন দেরিতে চলেছে।

.