নিজস্ব প্রতিবেদন: ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত কেশপুর, বোমাবাজী। ঘটনায় আহত হয়েছে দু'পক্ষের ৮ জন। জানা গিয়েছে, কেশপুর ১নং ব্লকের শ্যামচাঁদপুরে তৃণমূল কর্মীরা স্থানীয় এক চা দোকানে বসে আড্ডা মারার সময় আচমকাই তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা একটি দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে আহত হয়েছেন ৬ জন তৃণমূল কর্মী। এদের মধ্যে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। বাকি ৩জন ভর্তি কেশপুর গ্রামীণ হাসপাতালে।


আরও পড়ুন: নাগরিক আইনের প্রতিবাদে বিক্ষোভের মধ্যেই রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী


অপরদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের হামলায় তাঁদের বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছে। বিজেপি কর্মীদের ওপর বোমাবাজীর পাল্টা অভিযোগ তোলা হয়। ঘটনায় দুই তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে কেশপুর থানায়। সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।