তৃণমূল দেউলিয়া হয়ে গেছে, পায়ের তলার মাটি সরে গিয়ে ভয় পাচ্ছে দল: Rajib

মঙ্গলবার রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীর কনভয় যখন বারুইপুরের পথে ছুটছে। তাল কাটে পদ্মপুকুর মোড়ে। দলত্যাগী দুই নেতাকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা।

Updated By: Feb 2, 2021, 05:06 PM IST
তৃণমূল দেউলিয়া হয়ে গেছে, পায়ের তলার মাটি সরে গিয়ে ভয় পাচ্ছে দল: Rajib
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বারুইপুরের যোগদান মেলায় তীক্ষ্ণ আক্রমণ শানান রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরনো ঝাঁঝেই অভিষেককে তোলাবাজ কটাক্ষ শুভেন্দুর। সঙ্গে রাজীব-শুভেন্দুর চ্যালেঞ্জ, তৃণমূল সাংসদের জেলাতেই সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। এ দিনের সভামঞ্চ থেকে রাজীবের হুঙ্কার, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। দেউলিয়া হয়ে গিয়েছে সরকার সেই কারণেই ভয় পেয়েছে। এদিন নাম করেই আগাগোড়া তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজীব।

বাংলার কর্মসংস্থান নিয়েও প্রশ্ন ছুঁড়েছেন একাধিক। ভরা সভা থেকেই সাধারণের উদ্দেশে তিনি জানান, রাজ্য এখনও প্রায় ৫ লক্ষ চাকরির শূন্যপদ রয়েছে। তবু স্থায়ী কর্মসংস্থান নেই বাংলায়। একশো দিনের কাজের সাফল্য যে রাজ্য সরকারের ব্যর্থতারই ফলাফল এদিন সেটাও বলেছেন রাজীব। 

আরও পড়ুন:  বারুইপুরে সভার পথে ‘কালো পতাকা’ রাজীব ও শুভেন্দুকে

মঙ্গলবার রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীর কনভয় যখন বারুইপুরের পথে ছুটছে। তাল কাটে পদ্মপুকুর মোড়ে। দলত্যাগী দুই নেতাকে কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা। মঞ্চে বক্তব্য রাখতে উঠেই সেই প্রসঙ্গ তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে ফের চলো পাল্টাই স্লোগান তোলেন সদ্য তৃণমূল ত্যাগী নেতা। বলেন, তৃণমূলের কোনও ধমকে-চমকে ভয় পাবেন না। 

উল্লেখ্য, বারুইপুরের সভাতেই শুভেন্দু-মুকুল-রাজীবদের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। সেই সূত্র ধরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় ঘাসফুল সাফ করে দেওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু-রাজীব। ছুড়ে দেন চ্যালেঞ্জ। 

.