নিজস্ব প্রতিবেদন: প্রচার সেরে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে জলপাইগুড়ির বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে। সৈকত চট্টোপাধ্যায় নামে জলপাইগুড়ির জেলা যুব তৃণমূল সভাপতির অভিযোগ, তাঁকে ট্রাক চাপা দিয়ে খুনের চক্রান্ত করেছিল বিজেপি এবং সিপিএম। এমনকি, গাড়িতে থাকা মহিলা কর্মীদের টেনে বের করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  WB Assembly Election 2021: লাগাতার কর্মসূচি, আজ থেকে ভোট পর্যন্ত ফের নন্দীগ্রামেই Mamata


প্রতিবাদে জলপাইগুড়ি কোতয়ালি থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। ঘটনায়  লিখিত জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি এবং সিপিএম। তবে বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের গুন্ডামির জবাব দিয়েছে মানুষ। ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি জেলা পুলিস।