Jhargram: মাওবাদীদের ডাকা বনধের মাঝেই খুন দুই, চাঞ্চল্য ঝাড়গ্রামে

ঝাড়গ্রামের জাম্বনীতে খুন হয়েছেন এক ব্যাক্তি। পাশাপাশি বেলপাহাড়িতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

Updated By: Apr 8, 2022, 04:56 PM IST
Jhargram: মাওবাদীদের ডাকা বনধের মাঝেই খুন দুই, চাঞ্চল্য ঝাড়গ্রামে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাওবাদী পোষ্টার, ল্যান্ডমাইন, বনধ এর পাশাপাশি হিজলি এলাকায় দুটি অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়্গ্রামে।

ঝাড়গ্রামের জাম্বনীতে খুন হয়েছেন এক ব্যাক্তি। পাশাপাশি বেলপাহাড়িতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে জাম্বনী থানার হিজলি এলাকায়, ডুলুং নদীর চড় খুঁড়ে সুবোধ কুমার বেশ্রা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিস। মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। খুন করে দেহ লোপাট এর উদ্দেশ্যে নদীর চড়ে পুঁতে দেওয়া হয়েছিল বলে অনুমান। 

ঘটনায় মৃতের আত্মীয় লক্ষীন্ধর বেশ্রা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিস। তাকে শুক্রবার কোর্টে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

মৃত সুবোধ কুমার বেশ্রা ঘটকালির কাজ করতেন বলে জানা গেছে। ঝাড়খন্ডের চাকুলিয়া থানার, বাঘডিহা গ্রামের বাসিন্দা তিনি। গত পাঁচ তারিখ জাম্বনীর হিজলি গ্রামে আত্মীয়র বাড়ি এসে নিখোঁজ হয়ে যান তিনি। হিজলি জঙ্গল লাগোয়া এলাকা থেকে তার প্যান্ট,সাইকেল এবং ব্যাগ উদ্ধার হয়।

সেখান থেকেই সূত্র পেয়ে পরিবারকে খবর দেয় জাম্বনী থানার পুলিশ। তল্লাশি শুরু করলে নদীর চরে দেহ উদ্ধার হয় তার। শুক্রবার মৃতদেহ ফরেনসিক তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: Hooghly: হকার উচ্ছেদের চেষ্টা হুগলী ষ্টেশনে, বিক্ষোভের মুখে পিছু হঠল RPF

অন্যদিকে বেলপাহাড়িতে জঙ্গলে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাঁকুড়ার হিজলির বাসীন্দা আত্মা পালের দেহ উদ্ধার হয় বেলপাহাড়ি থানার পাঠাগরের জঙ্গলে। নিজের শাড়ি গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ।

মৃতদেহ ময়না তদন্তর জন্য পাঠানো হয় ঝাড়গ্রামে। আত্মহত্যা বলেই অনুমান পুলিসের। তারপরেও সব দিক খতিয়ে দেখছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)