ট্রাক্টরের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
টোটো করে ৫ জন যাত্রী নবান্ন উত্সব উপলক্ষে শ্রীখণ্ড গ্রামে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঁট বোঝাই ট্রাক্টরটি একটি গরুকে বাঁচাতে গিয়ে টোটোকে ধাক্কা মারে। টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
নিজস্ব প্রতিবেদন: ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত । ৩ মহিলা-সহ আহত আরও ৪। দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কে গাঙ্গুলিডাঙ্গা গ্রামের কাছে। আহতরা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটো করে ৫ জন যাত্রী নবান্ন উত্সব উপলক্ষে শ্রীখণ্ড গ্রামে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঁট বোঝাই ট্রাক্টরটি একটি গরুকে বাঁচাতে গিয়ে টোটোকে ধাক্কা মারে। টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
আরও পড়ুন: মাওবাদীদের আইইডি হামলায় শহিদ বাংলার সিআরপিএফ জওয়ান
দুর্ঘটনায় দুই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা কার্তিক সাহা (৩২) ও মুর্শিদাবাদের পাঁচথুপী গ্রামের রবীন্দ্রনাথ প্রামানিক (৬২)। ঘটনাস্থলেই কার্তিক সাহার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে রবীন্দ্রনাথ প্রামাণিকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে রেবা প্রামাণিক,রুমা প্রামাণিক ও সুমিতা সাহার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার ফলে রাজ্য সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। টোটো ও ট্রাক্টরের চালক পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।