Chandpara: যশোর রোডে গাছের ডাল পড়ে মৃত ২, জরাজীর্ণ গাছ কাটার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

দোকানে গাছ ভেঙে পড়ায় পুরনো গাছ কাটার দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষজ

Updated By: May 15, 2022, 02:43 PM IST
Chandpara: যশোর রোডে গাছের ডাল পড়ে মৃত ২, জরাজীর্ণ গাছ কাটার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদন: দিনে-দুপুরে দোকানের উপরে ভেঙে পড়ল শিরিষ গাছের প্রাকাণ্ড ডাল। তাতেই দোকান চাপা পড়ে মৃত্যু হল ২ জনের। এদের মধ্যে রয়েছেন দোকান মালিক রতন মন্ডল ও স্নেহাংশু বিশ্বাস নামে এক ব্যক্তি।

রবিবার বেলা বারোটা নাগাদ উত্তর ২৪ন পরগনারা চাঁদপাড়া বিডিও অফিসের কাছে  মুরগীর মাংসের দোকান খুলে বসেছিলেন রতন মণ্ডল। 
যশোর রোডের উপরে ওই আচমকাই দোকানের উপরে একটি ডাল ভেঙে পড়ে। এতে আহত হন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে তাঁদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রতন ও স্নেহাংশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেররা।

এদিকে, দোকানে গাছ ভেঙে পড়ায় পুরনো গাছ কাটার দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। তাঁদের দাবি, জরাজীর্ণ অবস্থায় যেসব গাছ দাঁড়িয়ে রয়েছে তা কেটে ফেলতে হবে। তা না হলে প্রতি বছর ৫-৭ জনের প্রাণ নিয়ে নিচ্ছে এই গাছ। প্রশাসনকে বলার পরও তাদের কোনও হেলদোল নেই। এই গছ রক্ষা করার জন্য যারা আন্দোলন করছে তাদের ভাবা উচিত যারা এই গাছের জন্য যারা প্রাণ হারাচ্ছে তাদের কী হবে।

আরও পড়ুন-'সারা দেশের জানা উচিত বাংলায় কী চলছে', শাহী-হুঁশিয়ারি নিয়ে মন্তব্য দিলীপের 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.