দিনকয়েক ব্যাপক তাণ্ডবের পর অবশেষে খাঁচাবন্দি ২টি হনুমান
দিনকয়েক ব্যাপক তাণ্ডব চালিয়ে অবশেষে খাঁচাবন্দি হল দুটি হনুমান। একটিকে নিয়ে যাওয়া হয়েছে বারাসতে। অন্যটিকে রাখা হয়েছে বসিরহাট বন দফতরের অফিসে।
![দিনকয়েক ব্যাপক তাণ্ডবের পর অবশেষে খাঁচাবন্দি ২টি হনুমান দিনকয়েক ব্যাপক তাণ্ডবের পর অবশেষে খাঁচাবন্দি ২টি হনুমান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/26/84278-452974-monkey.jpg)
ওয়েব ডেস্ক : দিনকয়েক ব্যাপক তাণ্ডব চালিয়ে অবশেষে খাঁচাবন্দি হল দুটি হনুমান। একটিকে নিয়ে যাওয়া হয়েছে বারাসতে। অন্যটিকে রাখা হয়েছে বসিরহাট বন দফতরের অফিসে।
পরে সল্টলেকের বন দফতরে চিকিত্সার পর দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দুই হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গুড়দহ গ্রামের বাসিন্দারা। হনুমানের আক্রমণে জখম হন প্রায় প্রায় ১০ থেকে ১২ জন। এক মহিলা এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুন, ডাল-ভাত-রুটি, 'লাঞ্চ রাজনীতি' নিয়ে সংখ্যালঘুদের ঘরে ঘরে অমিত শাহ, বুঝিয়ে দিলেন বিজেপির কৌশল