Krishnanagar: স্বামী কার? মৃতদেহ নিয়ে দুই স্ত্রীর মধ্য়ে টানাহেঁচড়া, পুলিসের সামনেই তুলকালাম কাণ্ড!
মোট চারটি বিয়ে করেছেন মৃত ব্যক্তি।
নিজস্ব প্রতিবেদন: মর্গে পড়ে স্বামীর দেহ। খাট, শববাহী যান প্রস্তুত। কিন্তু সমস্যা অন্য জায়গায়। স্বামীর দেহ নেবেন কোন স্ত্রী? এই নিয়ে থানায় চরম অশান্তি।
কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চাঁদমারি এলাকার বাসিন্দা পেশায় মাছ বিক্রেতা হরেন হালদার। বয়স ৬০। গত রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মারা যান। ময়না তদন্তের জন্য দেহটি জিলা শক্তিনগর হাসপাতালে পাঠায় কোতয়ালি থানার পুলিস। আর এরপরই মাথাচাড়া দেয় নয়া সমস্যা। বুধবার মর্গে এসে হাজির হয় মৃতদেহের দুই দাবিদার। পরিবার সূত্র খবর, মৃত হরেন হালদারের চারটি বিয়ে। দুই স্ত্রী আগেই মারা গিয়েছেন। এখনও জীবিত আরও দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর কোনও সন্তান নেই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে এবং এক ছেলে। বর্তমানে জীবিত দুই স্ত্রী বুধবার মৃতদেহের দাবি নিয়ে কোতোয়ালি থানার পুলিসের দ্বারস্থ হন।
প্রথম পক্ষের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামীর চারটে বিয়ে। এর মধ্যে দুই স্ত্রীকে মেরে ফেলেছে হরেন হালদার। গত সাত বছর ধরে তাঁর কাছেই থাকতেন মৃত ব্যক্তি। যদিও আরও এক স্ত্রী মুখ খুলতে চাননি। বরং এসবের মধ্য়ে মৃতদেহ কার হাতে তুলে দেবে তা নিয়ে ধন্দে পড়েছে পুলিস। বুধবারও মর্গ থেকে মৃতদেহ ছাড়েনি পুলিস।
আরও পড়ুন: Jalpaiguri: অশ্লীল ম্যাসেজকাণ্ডে রাজনীতির ছোঁয়া! পুরভোটের আগে চক্রান্ত, দাবি অভিযুক্তের
আরও পড়ুন: Online Shopping: অনলাইন শপিংয়ের রিফান্ডের ২২ লাখ আত্মসাৎ, জালে ক্যাশিয়ার