টিকা দেওয়া নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে চরম বিশৃঙ্খলা, শিকেয় করোনাবিধি

অভিযোগ, টিকা নিতে এসে করোনা নিয়ে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।  

Updated By: May 10, 2021, 04:43 PM IST
 টিকা দেওয়া নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে চরম বিশৃঙ্খলা, শিকেয় করোনাবিধি

নিজস্ব প্রতিবেদন: বন্ধ করোনার প্রথম ডোজের টিকাকরণ। জেলাজুড়ে চলছে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কাজ। আর সেই টিকা দেওয়া নিয়েই ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে চরম বিশৃঙ্খলা। অভিযোগ, টিকা নেওয়ার জন্য় ব্য়াপক ভিড়। মানা হচ্ছে না ন্যূনতম দূরত্ববিধি। করোনার টিকা নিতে এসে, কার্যত করোনা নিয়েই বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন: ভ্যাকসিন না পেয়ে আতঙ্কে অশোকনগর কোভিড হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকরা

জানা গিয়েছে, প্রতিদিন সকাল থেকেই ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালে টিকা নেওয়ার জন্য় লম্বা লাইন পড়ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মাঝে মধ্য়েই সাধারণ মানুষের মধ্য়ে ক্ষোভ তৈরি হচ্ছে। ভিড়ের জন্য় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতালের অব্য়বস্থাকেই দায়ি করেছেন অনেকে। ওই হাসপাতালেই টিকা নেন পেশায় আইনজীবী তপন সিনহা। তাঁর স্পষ্ট অভিযোগ, সঠিক নিয়ম মেনে টিকা দেওয়া হচ্ছে না। দুটো কাউন্টার খোলার কথা থাকলেও, একটা কাউন্টার খুলেই কাজ চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।     

আরও পড়ুন: ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন মন্ত্রিত্ব পেলেন?

একই অভিযোগ পশু চিকিৎসক চঞ্চল দত্তর। তিনি জানান, প্রয়োজনের তুলনায় টিকা কম আসছে। ফলে সকাল থেকে দাঁড়িয়েও অনেকে টিকা পাচ্ছেন না। এছাড়া সাধারণ মানুষের মধ্য়ে সচেতনতার অভাব রয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর সাফ বক্তব্য়, ''দূরত্ববিধি মানা সাধারন মানুষের কর্তব্য়। এক্ষেত্রে প্রশাসনের কী বা ভূমিকা থাকতে পারে।'' এই গোটা বিষয়ে নিরব প্রশাসন। যোগাযোগের চেষ্টা করা হলেও ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্য়ালিটি হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্য়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে ।  

  

.