নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের ভ্যাকসিন হয়রানি বন্ধ করতে উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। রাজ্য ও কেন্দ্র সরকারের পোর্টালে নাম লেখানোর ঝক্কি থেকে মুক্তি দিতে হোয়াটসঅ্য়াপের মাধ্যমে ভ্যাকসিন স্লট বুক করার ব্যবস্থা চালু করতে চলেছে জেলা প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সময় বেঁধেছেন Suvendu, বিধায়ক পদ থেকে ইস্তফা? আইনে ভরসা রেখে জল্পনা বাড়ালেন Mukul


বুধবার থেকে প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু হচ্ছে জেলায়। উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তা জানান, আগামিকাল জেলার ৩টি টিকাকরণ কেন্দ্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকাকরণের(Covid Vaccine) জন্য স্লট বুকিং শুরু হবে। ৮৩৩৫৯৯৯০০০ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে শুধুমাত্র 'হাই' লিখলেই স্লট বুকিং হয়ে যাবে।


আরও পড়ুন-কলকাতায় শুরু হচ্ছে Zycov D Covid vaccine-র ট্রায়াল রান, প্রয়োগ ১২-১৮ বছরের ওপর


প্রাথমিকভাবে জেলার বিভিন্ন প্রান্তে ১৫টি টিকাকরণ কেন্দ্রে এই পরিষেবা চালু হবে। পরে জেলার প্রতিটি প্রান্তে এই পরিষেবা চালু হবে। প্রথম ১ সপ্তাহ এই ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালানোর পর সমস্ত জেলা জুড়ে এই পরিষেবা চালু হবে বলে জানান জেলাশাসক। এই পরিষেবা চালু হলে সুবিধা হবে বলে মত সাধারণ মানুষের । 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)