নকিব উদ্দিন গাজি: দুই দফা দাবিকে সামনে রেখে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের জলপথের সমস্ত শাখার অস্থায়ী শ্রমিকেরা।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Bangladesh: হিন্দুদের উপর অত্যাচার এবার বন্ধ করতে হবে! ইউনূসের বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি মোদীর...
কেন এই স্ট্রাইক? ওই অস্থায়ী শ্রমিকদের দাবি, সরকারের স্বঘোষিত বেতন পরিকাঠামো চালু ও ঠিকাদারি প্রথা বাতিল এবং সকল কর্মীকে সংস্থার নিজস্ব চুক্তিতে নিয়োগ-- এই সব দাবিকে সামনে রেখেই আগামী সোমবার থেকে সমস্ত জলপথে ভেসেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সংশ্লিষ্ট কর্মীরা। গঙ্গাসাগর-সহ বিভিন্ন জায়গায় যেখানে জলপথের মাধ্যমে যাতায়াত করতে হয় সেই সমস্ত জায়গায় বিষয়টি নোটিস দিয়ে জানানো হয়েছে ইতিমধ্যেই।
কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে গেলে লট নাম্বার এইট হয়ে কচুবেড়িয়া ঘাটে পৌঁছতে হয়। অন্য দিকে, আরও বেশ কিছু জায়গায় এই ভাবেই যাতায়াতের একমাত্র মাধ্যম এই ভেসেল পরিষেবা। আর সেখানে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধ রাখার সিদ্ধান্ত কর্মীদের।
আরও পড়ুন: Jagaddhatri Puja 2024: জয়রামবাটিতে মা সারদার ১৫০ বছরের প্রাচীন জগদ্ধাত্রীপুজো আজও অম্লান...
তাঁদের দাবি, এই বিষয় নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। তার পরেও শুধুমাত্র আশ্বাস মিলেছে, কিন্তু কোনও সুরাহা মেলেনি। তাই অগত্যা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হল ভেসেল কর্মীদের। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। সেদিন এইভাবে ভেসেল পরিষেবা বন্ধ হয়ে গেলে অনেকেরই অসুবিধা হবে। কতদিন এই ধরনের অসুবিধার সম্মুখীন হবেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)