ভাইরাল: "তৃণমূলে যাব, বিজেপিতে যাব না" নাছোড় বায়নায় কেঁদে ভাসাল খুদে
"বিজেপিতে যাব না, তৃণমূলে যাব" বলেই কেঁদে লুটোপুটি ছেলের। দেখুন ভিডিয়ো
নিজস্ব প্রতিবেদন: বয়স খুব বেশি হলে পাঁচ বা ছয়। একনাগারে কেঁদেই চলেছে খুদে। বায়না জুড়েছে সে। তবে এ আবার যে সে বায়না নয়। বায়না শুনলে চোখ কপালে উঠবে আপনারও। কাঁদতে কাঁদতেই খুদে বলে চলেছে "আমি তৃণমূলে যাব"। বাবা-মা যেই বলছে তৃণমূলে যেতে হবে না, বিজেপিতে যাব। ওমনি খুদের ফের পাল্টা চিৎকার আর কান্না সে তৃণমূলেই যাবে। মিটিং-এ গিয়ে নাকি সে মমতাকেই দেখবে। আর দৃশ্য দেখে হাসছেন বাবা-মাও। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল সাইটে। লাইক, কমেন্ট, শেয়ার বেড়েছে হুহু করেই যদিও শেষ পর্যন্ত খুদে এদিন কোথায় গেছিল তা জানা নেই।
আরও পড়ুন: ৩ দিন ধরে পচল ছেলের মৃত দেহ, পাশেই মুখ থুবরে পড়ে রইল পক্ষাঘাতগ্রস্ত মা
বলার অপেক্ষা রাখে না এখন ভোটের পারদ তুঙ্গে। চতুর্থ দফার ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরদার। মিটিং, মিছিল, সভায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। দল ভারি হবে যাঁর দিল্লির মসনদও তাঁরই। সে উত্তর মিলবে ২৩ মে-তেই। তার আগে আপনি দেখে নিন এই ভিডিয়ো।