Visva Bharati: অনলাইন বনাম অফলাইন; তুলকালাম বিশ্বভারতী, তালা ভেঙে পরীক্ষায় বসলেন কিছু পড়ুয়া

অফলাইন পরীক্ষায় বসতে চেয়ে বুধবার বেশকিছু পরীক্ষার্থী বিক্ষোভ শুরু করে দেয়

Updated By: Jun 22, 2022, 01:51 PM IST
Visva Bharati: অনলাইন বনাম অফলাইন; তুলকালাম বিশ্বভারতী, তালা ভেঙে পরীক্ষায় বসলেন কিছু পড়ুয়া

প্রসেনজিত্ মালাকার: অনলাইনে পরীক্ষার দাবিতে গত দু'দিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা। পরীক্ষা বয়কটর ডাক দিয়ে বিশ্বভারতীর বেশ কিছু ভবনে তালা ঝুলিয়ে দেয় অনলাইনে পরীক্ষা দেওয়ার পক্ষপাতী পড়ুয়ারা। গতকাল বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা দিতে চাইলে দু'পক্ষের মধ্যেই হাতাহাতিও হয় একপ্রস্থ। এরপরেও আজ সকাল থেকেও চলছে বিক্ষোভ।

অফলাইন পরীক্ষায় বসতে চেয়ে বুধবার বেশকিছু পরীক্ষার্থী বিক্ষোভ শুরু করে দেয়। আজ তারা বেশকিছু ভবনে তালা ভেঙে ঢুকে পরীক্ষা দিতে বসে যায়।  শ্রীনিকেতনের বেশ কিছু ভবন, পদ্মাভবন-এর ইতিহাস বিভাগের কিছু পড়ুয়া তালা ভেঙে ঢুকে পরীক্ষা দিতে বসে।

বিশ্বভারতীর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে দুই পক্ষের ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতি হয়। এক পক্ষ অফলাইন পরীক্ষা দিতে চায়। আরেক পক্ষ অনলাইনের পক্ষে। যারা পরীক্ষা দিতে চায় তাদের মারধর করার অভিযোগ উঠল আন্দোলনকারীদের বিরুদ্ধে। গোটা ঘটনায় বিশ্বভারতী জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন-'তোর দিদির দেহ আমার ফ্ল্যাটে,' বোনকে ফোনের পরই রেললাইনে মিলল মালিকের দেহ!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.