নিজস্ব প্রতিবেদন : মরিয়া চেষ্টা চালিয়েও অবনমন ঠেকাতে ব্যর্থ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। NAAC-এর রিপোর্টে ফের অবনমন বিশ্বভারতীর। এবারের NAAC-এর মূল্যায়নে ফের বিশ্বভারতী পেল B+ গ্রেড। ফলে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৫ সালে বিশ্বভারতী পেয়েছিল ২.৮২। আর এবার গ্রেড অনুযায়ী ২.৭৫ বা তারও কম। আগের বার কর্তৃপক্ষ বলেছিল যে, NAAC-এর মূল্যায়নের বিষয়টি নতুন হওয়ায় সম্যক ধারণা ছিল না। সেকারণেই B+ গ্রেড। কিন্তু এবার প্রথম থেকেই সতর্ক থেকেও NAAC-এর মূল্যায়নে কোনও উত্তরণ না ঘটায় ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী। 


এই অবনমনের জন্য বিশ্বভারতীর বর্তমান প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে অধ্যাপক সংগঠন ভিবিইউএফএ। তবে যথারীতি অবনমন নিয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, NAAC-এর রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আগামী ফান্ড ও  ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে।


আরও পড়ুন, Jalpaiguri: আতঙ্কের সময় মাসের পর মাস কেটেছে হাসপাতালে, চাকরি হারিয়ে অবস্থান বিক্ষোভে ৭৫ করোনা যোদ্ধা


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App