WB assembly election 2021 : Modi-র ব্রিগেড সভার দিনই গোপীবল্লভপুরে বড় `ধাক্কা` খেল BJP
WB Assembly Election 2021 : গোপীবল্লভপুর (Gopiballabpur) বিধানসভা কেন্দ্রের ডুমুরিয়া বুথের বিজেপি মন্ডল সদস্য লক্ষ্মণ নায়েক সহ ২০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন।
নিজস্ব প্রতিবেদন : ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভার দিনই বড় ধাক্কা খেল বিজেপি (BJP)। মোদীর সভার দিনই ঝাড়গ্রামে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন একদল বিজেপি নেতা ও কর্মী।
এদিন গোপীবল্লভপুর এলাকায় দলের হয়ে প্রচারে এলে ডাক্তার প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতর কাছে তৃণমূলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন একদল বিজেপি (BJP) নেতা ও কর্মী। এরপরই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর (Gopiballabpur) বিধানসভা কেন্দ্রের সাঁকরাইল ব্লকের খুদ মারাই ৭ নম্বর অঞ্চলের ডুমুরিয়া বুথের বিজেপি মন্ডল সদস্য লক্ষ্মণ নায়েক সহ ২০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। এবার ভোটে তৃণমূল (TMC) প্রার্থী তরুণ চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাতর হাত ধরে তৃণমূলে যোগদান করেন তাঁরা।
জানা গিয়েছে, রবিবার সকালে ডুমুরিয়া শিরশি বুথের কর্মী সম্মেলনে যোগদান করার জন্য যাচ্ছিলেন ডাক্তারবাবু। মাঝ রাস্তাতেই উৎসাহী কর্মীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনেন। তখন সেখানে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন চলছে। রীতিমত উৎসবের আমেজ এলাকায়। এলাকার মহিলা, পুরুষরাই সেই দেওয়াল লিখনের কাজ করছে। প্রার্থীকে কাছে পেয়ে উৎসাহ বেড়ে যায় আরও কয়েক গুণ। কিছুক্ষণ দেওয়াল লিখন ও দলীয় কর্মীদের সাথে পরিচিতি পর্ব সেরে শেষে কর্মীসভায় হাজির হন খগেন্দ্রনাথ বাবু।
সেখানেই বিজেপি (BJP) কর্মীরা তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। ব্লক সভাপতির কমল রাউতের তত্ত্বাবধানে তাঁরা খগেন্দ্রনাথ বাবুর হাত থেকে ঘাসফুল পতাকা গ্রহণ করেন। তৃণমূলে (TMC) যোগদান করে তাঁরা খুশি বলে জানান প্রত্যেকেই। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্ব এপ্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন, 'সিন্ডিকেট ও তোলাবাজি' ইস্যুতে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা