নিজস্ব প্রতিবেদন : প্রার্থী অপছন্দ। তাই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে (Daspur) রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন বিজেপি কর্মীরা। পোড়ালেন ঘোষিত প্রার্থীর কুশপুতুলও। অবিলম্বে প্রার্থী বদলের দাবি জানালেন বিজেপি (BJP) কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের ভোটে (WB assembly election 2021) দাসপুর (Daspur) বিধানসভা আসনে প্রশান্ত বেরাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে পছন্দ নয় বিজেপি (BJP) কর্মী সমর্থকদের। তাঁদের অভিযোগ, টাকা নেওয়া থেকে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকদের একাদিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন তিনি। তাই অবিলম্বে এই প্রার্থী বদল করতে হবে বলে দাবি জানিয়ে আজ অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপি কর্মী, সমর্থকরা। 


ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার বিকেলে দাসপুর (Daspur) রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। প্রার্থীর কুশপুতুলও দাহ করেন। আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির (BJP) যুব মোর্চার সভাপতি অভিজিৎ হুতাইত। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, "এই আন্দোলন আমাদের দলের বিরুদ্ধে নয়। আমরা দলকে ভালোবাসি। কিন্তু আমাদের প্রার্থী পছন্দ নয়। আমরা চাই দল অবিলম্বে অন্য কাউকে প্রার্থী করুক।"


আরও পড়ুন, TMC প্রার্থীর বিরুদ্ধে এবার লড়বে তৃণমূল-ই


স্ত্রী TMC প্রার্থী, স্বামীকে পুলিস সুপার পদ থেকে সরাচ্ছে কমিশন