নিজস্ব প্রতিবেদন: উত্তপ্ত কল্যাণীর গয়েশপুর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের পঞ্চমদফা ভোটে (fifth phase assembly election) ইতস্তত গোলমাল বাধল বেশ কিছু জায়গায়। এর মধ্যে রয়েছে কল্যাণীর (Kalyani) গয়েশপুর (Gayeshpur)।  


গয়েশপুরের বকুলতলা,  তেঁতুলতলায় পরপর বোমাবাজির অভিযোগ। বকুলতলার ২৭০ নম্বর বুথে বোমার ঘায়ে আহত হলেন চৈতন্য ভট্টাচার্য নামে এক বিজেপি কর্মী। তাঁকে কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোট দিয়ে ফেরার পথে হামলা হয়েছিল বলে অভিযোগ।


আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: 'অন্যায় তো কিছু বলিনি', শীতলকুচিকাণ্ডে অডিয়ো টেপ নিয়ে সরব Mamata


এই বুথে সকালেও বিজেপি বুথ সভাপতিকে মারধর করা হয়ে বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিজেপি এলাকা অবরোধ করে।


প্রসঙ্গত বনগাঁর (bongaon) সাংসদ বিজেপির শান্তনু ঠাকুর (santanu thakur) গয়েশপুরে আসেন। তাঁকে প্রশ্ন করা হয়, বনগাঁ ছেড়ে তিনি গয়েশপুরে কেন? তিনি বলেন, তৃণমূল বিভিন্ন জায়গায় ঝামেলা করছে এই খবর পেয়েই তিনি এখানে এসেছেন।


আরও পড়ুন: WB assembly election 2021: ভোট-দুপুরে ঘোর অশান্তি সল্টলেকের শান্তিনগরে