2/6
photos
TRENDING NOW
3/6
মেহের আলি কাটোয়ার কেশিয়া মাঠ পাড়ার বাসিন্দা। স্ত্রী ছেলে ,মেয়ে নিয়ে অভাবের সংসার। কুড়ি বছর ধরে কাটোয়া বাজারে ঠেলা করে ফল বিক্রি করছেন। বিভিন্ন মরসুমে মরসুমের ফল বিক্রি করেন মেহের। কাটোয়ার সমস্ত ফল বিক্রেতারা চেয়ে একটু বেশিই ফল বিক্রি হয় তার। মেহের আলির ফলের চাহিদা তার ফল আর ফলের উপরে ফুটে ওঠা শিল্প কর্মের জন্য।
4/6
এই মরসুমে সব ফলের চেয়ে তরমুজ বেশি বিক্রি করছেন মেহের। দুটো বেশি পয়সার আশায় অন্যান্য বছর উপর চাকু দিয়ে কেটে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ফুল-পাখির ছবি এঁকে ক্রেতাদের কাছে তরমুজ বিক্রি করেন। এবার আলোচিত বিষয় ভোট। সেই ভোটকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীর ছবি সহ রাজনৈতিক দলের প্রতীক এঁকে তরমুজ বিক্রি করছেন মেহের।
5/6
6/6
photos