নিজস্ব প্রতিবেজন: সহানুভূতি আদায়ের জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে মমতার পায়ে-মাথায় চোট নিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। একইসুর রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) গলায়। তাঁর কথায়, 'সহানুভূতি ছাড়া জিততে পারবেন না মমতা।'             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নন্দীগ্রামে ভিড়ে মধ্যে ধাক্কাধাক্কিতে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, স্থানীয় পুলিস ছিল না। ষড়যন্ত্র করে ৪-৫ জন ধাক্কা দিয়েছে। ভোটের আগে (WB Assembly Election 2021) এই ঘটনাকে 'সিমপ্যাথি পলিটিক্স' বলে অভিহিত করেছেন বিজেপি নেতারা। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় সংঘর্ষ করেছেন, এটা অনস্বীকার্য। ক্ষমতায় আসার পর নন্দীগ্রামকে দেখেননি। শিল্পায়ন হয়নি। কৃষিতে উন্নয়ন হয়নি। নন্দীগ্রাম বঞ্চিত থেকেছে। শুভেন্দু অধিকারী সেখানকার ভূমিপুত্র। ওখানে মমতা হারবেন। বুঝতে পেরেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সহানুভূতি ছাড়া উনি জিততে পারবেন না। বাংলার কোনও রাজনৈতিক দলের কর্মীর তাঁর উপরে আঘাত করার হিম্মত নেই।' 


বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) কথায়,'তিনশো পুলিস মমতার নিরাপত্তায় থাকেন। প্রায় ৪ হাজার পুলিস ওঁর যাতায়াতের রাস্তায় থাকে। সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেন। উনি বরাবরই নাটক করেন।'


বিজেপি নেতাদের পাল্টা দিয়েছে তৃণমূল। দলের নেতা তাপস রায় (Tapas Roy) বলেন, 'ভারতীয় নারীদের সম্মান দিতে পারে না। নির্বাচনের পর কী ফলাফল হতে চলেছে তা বুঝতে পেরেছে। সেই অবসাদ থেকে মমতার বিরুদ্ধে এই ধরনের শব্দবন্ধনী ব্যবহার করছে।' সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) কথায়,'পরিকল্পনামাফিক আক্রমণ। আমাদের কাছে চিন্তার বিষয়। নির্বাচনের প্রচার বাকি। এটা পরিকল্পনা করে করা হল, যাতে অন্য জায়গায় প্রচার করতে না পারেন। এমন জঘণ্য চক্রান্ত আমার রাজনৈতিক জীবনে দেখিনি।' 


আরও পড়ুন- WB assembly election 2021 : 'Mamata-র হয়ে নন্দীগ্রামে ভোটপ্রচারে সাদা পোশাকের পুলিস', কমিশনে অভিযোগ BJP-র