নিজস্ব প্রতিবেদন: বুথ এজেন্ট স্বয়ং পঞ্চায়েত প্রধান। বুথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনি গুরুতর অভিযোগ করলেন সংযুক্ত মোর্চার প্রতিনিধির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যাঁকে ঘিরে এত অভিযোগ তিনি হলেন মালদহের(Maldah) রতুয়া ২ নং ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেরিনা বিবি। তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলি।


আরও পড়ুন-তৃণমূল এজেন্টের টুপি খুললেন Agnimitra, পাল্টা প্রতিক্রিয়া Saayoni-র


মালতিপুর বিধানসভার অন্তর্গত ১৮৪ নম্বর কুমারগঞ্জ হাইস্কুল বুথে এজেন্ট এর ভূমিকায় বসে রয়েছেন  সেরিনা বিবি। এনিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে(Election Commission)। তবু কোনো হেলদোল নেই। বহাল তবিয়তে এজেন্ট রূপে রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান।


বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এর আমতা-আমতা উত্তর, এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা তিনি জানতেন না।  পাস নিয়ে এসেছে । তাই ওঁকে বসতে দিয়েছি। উনি কে তা জানতাম না।  এখন যখন জেনেছি তখন সেক্টর অফিসের সঙ্গে কথা বলব। 


আরও পড়ুন-এবার আক্রান্ত পার্নো মিত্র, টলিউডে কোভিডের থাবা চলছেই 



পঞ্চায়েত প্রধান হওয়ার পরও কী ভাবে বুথ এজেন্ট হিসেবে বসে রয়েছেন? এনিয়ে সেরিনা বিবি সংবাদমাধ্যমে বলেন, প্রার্থী আমাকে বলেছে এতে কোনও সমস্যা হবে না। কেউ ছিল না বলে এজেন্ট হিসেবে বসেছি। 


অভিযোগকারীর দাবি প্রধান বুথের ভেতরে বসে তৃণমূলের হয়ে ভোট করাছেন। আর এখানে পুরো সিস্টেমটাই শাসকদলের হয়ে কাজ করছে।