নিজস্ব প্রতিবেদন: সোমবার ভোটগ্রহণ। ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গিয়ে ভোটকর্মীদের চোখ কপালে উঠল বালুরঘাটের(Balurghat) একটি বুথে। ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তুলো, ব্যবহৃত চিকিত্সা সরঞ্জাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিস্থিতি দেখে বালুরঘাটের মঙ্গলপুরের ৩৯/২৮ নম্বর বুথের ভেতরে ঢুকতে অস্বীকার করেন ভোটকর্মীরা। বাইরে বসেই প্রয়োজনীয় কাজকর্ম সারলেন তাঁরা।


আরও পড়ুন-Lockdown-র মেয়াদ বাড়াল দিল্লি, ৩ মে পর্যন্ত শুধু অত্যাবশকীয় পণ্যে ছাড় 


শহরের একটি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তৈরি করা হয়েছে ওই বুথ। যে ঘরে ভোটকর্মীদের থাকতে বলা হয়েছে সেখানেই ওই অব্যবস্থা। ভোটকর্মীদের অভিযোগ, শনিবার পর্যন্ত ওই সব ঘরে কোভিড ভ্যাকসিন(Covid Vaccine) দেওয়া হয়েছে।


আরও পড়ুন-হাই প্রোফাইল সপ্তম দফা, একনজরে তারকা প্রার্থীরা


এদিকে, বিষয়টি উপরতলায় জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি ভোটকর্মীদের। এনিয়ে প্রশাসনের কোনও আধিকারিক তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি বলে ক্ষোভ তাঁদের। ফলে বুথের বাইরেই বসে প্রয়োজনীয় কাজ সারছেন ক্ষুব্ধ ভোটকর্মীরা।