নিজস্ব প্রতিবেদন: 'গোটাটাই মিথ্যা ওপর দাঁড়িয়ে আছে'। হলফনামায় তথ্য গোপনের অভিযোগের এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রার্থীপদ বাতিলের দাবি তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় উল্লেখ করে কমিশনে নালিশ করেছেন তিনি। 'শুভেন্দুর আইন-কানুন জানা নেই। কিছু যায়, আসে না', পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের ভোটে (WB Assembly Election 2021) নজরে নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়ছেন একদা তাঁর অনুগত নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানুয়ারিতে তেখালি জনসভায় প্রথম নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছপ্রকাশ করেছিলেন মমতা। এরপর দলের প্রার্থী তালিকা ঘোষণার সময়ে জানিয়ে দেন, 'আমি নন্দীগ্রাম থেকেই লড়ছি। কথা দিলে, কথা রাখি'। স্রেফ 'আধ লাখ' ভোটে হারানোর চ্যালেঞ্জই নয়, বিজেপির কোর কমিটির বৈঠকে শুভেন্দু নিজের পুরনো কেন্দ্রেই প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন বলে খবর।


আরও পড়ুন: WB assembly election 2021: দেরির জন্য দুঃখপ্রকাশ, তবে 'অজুহাত' নয়, রানিবাঁধের জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিত শাহের


সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 'গ্রাউন্ড রিপোর্ট' গিয়েছে, মমতাকে (Mamata Banerjee) হারিয়ে দিতে পারেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেকারণে নন্দীগ্রামে সদ্য প্রাক্তন বিধায়ককেই প্রার্থী করার বিষয়ে সম্মতি দেয় গেরুয়াশিবিরের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। মনোনয়নপত্র দাখিল করার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ ঠুকলেন শুভেন্দু। দাবি তুললেন তৃণমূলনেত্রীর প্রার্থীপদ বাতিলের।


কেন? এদিন কাঁথিতে বিজেপির যোগদান মেলায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'নন্দীগ্রামে মাননীয় দাঁড়িয়েছেন। একাধিক মামলা থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি। আমি কমিশনে নালিশ জানিয়েছি। ১৪ সালে ৫টি মামলা অসমে হয়েছিল, সিবিআইও মামলা করেছে। গোটাটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে'। তাঁর হুঁশিয়ারি, 'কমিশন যদি গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ না করে, তাহলে পরবর্তীকে ব্য়বস্থা নেব'। জানা দিয়েছে, মমতার বিরুদ্ধে ৬টি ফৌজদারি মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের জমা দিয়েছেন শুভেন্দু। লিখিত অভিযোগে মনোনয়ন খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করেছেন তিনি।


আরও পড়ুন: WB Assembly Election 2021: ভোট প্রচারে ব্যস্ত, CBIকে চিঠি দিয়ে সময় চাইলেন Partha


তৃণমূলের কী প্রতিক্রিয়া? ফোনে Zee ২৪ ঘণ্টাকে  সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) সোজাসাপ্টা প্রতিক্রিয়া, 'কিছু যায়, আসে না। শুভেন্দু আইন-কানুন জানা নেই। ভাবছে, অভিযোগ করে বিরাট কিছু ফেলেছে। মনোনয়ন জমা নেওয়ার সময় প্রাথমিক স্কুটিনি করে নিয়েছে কমিশন। পরে যদি কিছু হয়, তখন দেখা যাবে'।