WB Assembly Election 2021: ভোট প্রচারে ব্যস্ত, CBIকে চিঠি দিয়ে সময় চাইলেন Partha
সিবিআই সূত্রে খবর, ভোটের আগে দলীয় প্রচারে ব্যস্ত থাকার কারণেই আজ হাজিরা দিতে পারছেন না তিনি।
নিজস্ব প্রতিবেদন: এখনই সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন তৃণমূলের মহাসচিব। সিবিআই সূত্রে খবর, ভোটের আগে দলীয় প্রচারে ব্যস্ত থাকার কারণেই আজ হাজিরা দিতে পারছেন না তিনি। চিঠিতে এমনটাই জানিয়েছেন পার্থ। তবে তদন্ত অনেকদূর এগিয়ে যাওয়ায় দেরি করতে চায় না সিবিআই-ও।
হাজিরা দিতে ফের তাকে নোটিস পাঠানো হবে বলে খবর। উল্লেখ্য়, আইকোর চিটফান্ড মামলায় আজ তৃণমূলের মহাসচিবকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের হাতে আসা একটি ভিডিও ফুটেজ নিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। নির্দিষ্ট ওই সংস্থার অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন পার্থ, তা জানতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন: সারদাকাণ্ডে হাজিরার নির্দেশ, সাতসকালেই ইডির দফতরে শুভাপ্রসন্ন
চলতি সপ্তাহেই আইকোর মামলায় সিবিআই সবং-য়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিস দিয়ে তলব করেছে। আজকের মধ্যে তাঁকে হাজিরার কথা জানানো হয়েছে। এ রাজ্যের চিটফান্ডকাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই। সারদার পাশাপাশি তদন্তের আওতায় রয়েছে আইকোর, প্রয়াগসহ নানা চিটফান্ড সংস্থার দুর্নীতি। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধান অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বন্দি অবস্থাতে অনুকূল মাইতির মৃত্যু হলেও এর আগে তাঁকে জেরায় একাধিক তথ্য মিলেছে বলে, আর সেই তথ্যের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয় বলে দাবি গোয়েন্দাদের।