WB Assembly Election 2021: 'দেবশ্রীকে নিয়ে স্থানীয়দের ক্ষোভ' প্রার্থী বদলে ব্যাখ্যা মমতার, 'আমিই না করেছি', পাল্টা দেবশ্রী
এ দিন মমতা জানান, স্থানীয়দের কথা ভেবেই সেখানে স্থানীয় প্রার্থী দিয়েছে তৃণমূল।
![WB Assembly Election 2021: 'দেবশ্রীকে নিয়ে স্থানীয়দের ক্ষোভ' প্রার্থী বদলে ব্যাখ্যা মমতার, 'আমিই না করেছি', পাল্টা দেবশ্রী WB Assembly Election 2021: 'দেবশ্রীকে নিয়ে স্থানীয়দের ক্ষোভ' প্রার্থী বদলে ব্যাখ্যা মমতার, 'আমিই না করেছি', পাল্টা দেবশ্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/03/314518-mamata1.jpg)
নিজস্ব প্রতিবেদন: আবারও আলোচনায় উঠে এলেন বিদায়ী তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। রায়দিঘি বিধানসভায় প্রার্থী বদল নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়দিঘি কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে তিনি সাফ বললেন, দেবশ্রী রায়কে নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের কারণেই টিকিট দেওয়া হয়নি তাঁকে। আর এটাই তাঁর দল ছাঁড়ার কারণ বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এ দিন মমতা জানান, স্থানীয়দের কথা ভেবেই সেখানে স্থানীয় প্রার্থী দিয়েছে তৃণমূল। রায়দিঘির দু-বারের তৃণমূল বিধায়ক ছিলেন দেবশ্রী রায়। কিন্তু, এবার আর রায়দিঘি থেকে প্রার্থী হননি তিনি। ভোটের মুখে তৃণমূল থেকেও ইস্তফা দেন দেবশ্রী। এবার রায়দিঘিতে দেবশ্রীকে টিকিট না দেওয়া প্রসঙ্গে শনিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অন্যদিকে এ প্রসঙ্গে Zee 24Ghantaকে দেবশ্রী জানিয়েছেন, 'এই রায়দিঘিতে যে আমি দাঁড়াব না, সেটা আমি প্রার্থী তালিকা প্রকাশের আগেই বলে দিয়েছিলাম। এখান থেকে আমি খারাপ ব্যবহার পেয়েছি। অনেক হুমকি ফোনও পেয়েছি। একজন নির্দিষ্ট ব্যক্তি এটা করেছে, তিনিই ওখানে দাঁড়াতে চেয়েছিলেন।'
তিনি আরও বলেন, ' এই প্রসঙ্গে ববি হাকিমকে বলেছিলাম। এতদিন পরে কেন আবার কথা উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। রায়দিঘির জন্য যা করার ১০০ শতাংশ করেছি। কিন্তু উনি তো যান না, কী ভাবে বুঝবেন ওখানকার বিষয়। আর আমি খুব অভিমান করে, কষ্ট পেয়েই বলেছিলাম ওখান থেকে দাঁড়াব না।'