নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী জনসভায় বিদ্যুৎ বিভ্রাট। মঞ্চে ভাষণ দিতে গিয়ে বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। মাইক ছাড়াই সুর চড়ালেন রাজ্য সরকারের বিরুদ্ধে। 'ভূতুড়ে জায়গা আর বিজেপির সভার মধ্যে পার্থক্য বোঝা মুশকিল', টুইটে পাল্টা খোঁচা তৃণমূলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাতে আর মাত্র ১০ দিন। পঞ্চম দফায় ভোট হবে জলপাইগুড়ি সদর বিধানসভাকেন্দ্রে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন গরাল গ্রাম পঞ্চায়েতে এলাকায় প্রচার করতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্য সরকারকে রীতিমতো তুলোধোনা করেন তিনি। মন্ত্রীর ভাষণ তখন শেষের দিকে, আচমকাই বিদ্যুৎ-বিভ্রাট! ফলে যা হওয়ার, তাই হয়। পোডিয়ামের মাইক বিকল, মঞ্চে পাখাগুলি বন্ধ। তবুও দমে যাননি স্মৃতি। মঞ্চের কিছুটা সামনের দিকে এগিয়ে এসে খালি গলায় বলতে থাকেন, 'দেখো দিদির বাংলার কী অবস্থা! লাইট নেই। আমি জানি, তৃণমূলের নেতারা লাইট কেটেছে'। এরপর সভাস্থল থেকে চলে যান স্মৃতি ইরানি।


আরও পড়ুন: West Bengal Election 2021: চতুর্থ দফার আগে ৩ জেলার DM বদল, সরানো হল কলকাতার ২ OC-কেও


কী কারণে এই বিদ্যুৎ-বিভ্রাট? জলপাইগুড়ির জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তীর দাবি, 'একজন কেন্দ্রীয় মন্ত্রীর সভা ছিল। আইন মেনে যেখান যা অনুমতি নেওয়ার, সেই অনুমতি নিয়ে সভা চলছিল। আচমকাই লোডশেডিং হয়ে গেল। এটা একটা চক্রান্ত'। তাঁর হুঁশিয়ারি, 'ইলেকট্রিক লাইন কেটে তো বিজেপির প্রতি মানুষের ভরসা-বিশ্বাস কেটে দেওয়া যাবে না। ১৭ তারিখ মানুষ দেখিয়ে দেবে'। 


এদিকে জলপাইগুড়িতে স্মৃতি ইরানির সভা ভিডিও টুইট করে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। 


 



 


যদিও এ বিষয়ে স্মৃতি ইরানি বা বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।