WBJEE 2021 Result: আগামিকাল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কখন কোথায় দেখবেন?
পরীক্ষার ২০ দিনের মাথায় ফলপ্রকাশ
![WBJEE 2021 Result: আগামিকাল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কখন কোথায় দেখবেন? WBJEE 2021 Result: আগামিকাল রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কখন কোথায় দেখবেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/05/337236-ajhfgsdvbx.png)
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাজ্য জয়েন্টের (WBJEE) প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ (Results) । বেলা আড়াইটেয় ফলপ্রকাশ করা হবে। বুধবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন বোর্ড একথা জানিয়েছে। পরীক্ষার ২০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। বেলা সাড়ে তিনটের পর থেকে ওয়েবসাইটে (Websites) দেখা যাবে ফলাফল। সেখান থেকেই ছাত্রছাত্রীরা জেনে নিতে পারবেন তাঁদের র্যাঙ্কিং। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯৩ হাজার। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in/ এ ফলাফল দেখা যাবে।
প্রসঙ্গত, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই চলতি বছরের ১৭ জুলাই রাজ্যজুড়ে অফলাইনে জয়েন্ট এন্ট্রাস প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। রাজ্য সরকারের তরফে কোভিড বিধি মেনে চলার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়।
আরও পড়ুন: Covid Compensation: 'স্বাস্থ্য ব্যবস্থা কি ভেঙে ফেলতে চান'? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
আরও পড়ুন: পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার ভাবনা, জানালেন Mamata