ঘূর্ণাবর্ত-নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। পশ্চিম উত্তর প্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। দুইয়ের জোড়া প্রভাবেই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Jun 6, 2017, 03:02 PM IST
ঘূর্ণাবর্ত-নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা

ওয়েব ডেস্ক: আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। পশ্চিম উত্তর প্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। দুইয়ের জোড়া প্রভাবেই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু একদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবেই দেখছেন আবহবীদরা। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ অত্যধিক বাড়ার কারণেই অস্বস্তি বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু তবুও, আবহাওয়া দফতরের এই পূর্বাভাষে বঙ্গবাসীর ঠোঁটের কোণে চিলতে হাসি।

.