ঘূর্ণাবর্ত হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে গাঢ় দুর্যোগের পূর্বাভাস

উপগ্রহ চিত্র অনুসারে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছোটনাগপুরের মালভূমিতে প্রবেশ করতে পারে। এর জেরে পশ্চিমের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও কলকাতায়। 

Updated By: Jun 27, 2018, 01:40 PM IST
ঘূর্ণাবর্ত হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে গাঢ় দুর্যোগের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: নাগাড়ে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাংশে জারি হল প্লাবনের সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। সব থেকে বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। 

উপগ্রহ চিত্র অনুসারে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছোটনাগপুরের মালভূমিতে প্রবেশ করতে পারে। এর জেরে পশ্চিমের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও কলকাতায়। 

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৬

পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমবে। তবে মৌসুমি বায়ুর জেরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যে কোনও সময় ফের আসতে পারে দুর্যোগ। 

 

.