West Bengal 3rd Phase Election 2021: গোঘাটে বিজেপির এজেন্টকে বাধা ও মারধরের অভিযোগ

সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

Updated By: Apr 6, 2021, 02:40 PM IST
West Bengal 3rd Phase Election 2021: গোঘাটে বিজেপির এজেন্টকে বাধা ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: পোলিং এজেন্ট নিয়ে উত্তেজনা গোঘাটের (Goghat) শ্যামবাজারে। ওই এলাকার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুধু বাধাদান নয়, প্রতিবাদ করতে গেলে মারের অভিযোগও উঠেছে। বিজেপির দাবি নস্যাৎ করেছে শাসক দল।        

হুগলির গোঘাট বিধানসভা কেন্দ্রের শ্যামবাজার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে গন্ডগোলের সূত্রপাত। বুথে ঢুকতে গিয়েছিলেন বিজেপির পোলিং এজেন্ট। তখন তাঁকে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। পোলিং এজেন্ট-সহ ৩ জনকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূলের লোকেরা বাধা দেয় বলে অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তাদের বক্তব্য, এটা বিজেপির গোষ্ঠীকোন্দল।   

আরও পড়ুন- মাওবাদী হামলায় গুলিবিদ্ধ সতীর্থকে বাঁচাতে পাগড়ি খুললেন শিখ জওয়ান

.