'খেলা হবে, ভয়ংকর খেলা হবে', এবার পালটা হুঁশিয়ারি তৃণমূলকে!
গোরুপাচার কাণ্ডে আরও বিপাকে অনুব্রত মণ্ডল! সিবিআই সূত্রে খবর, মূল অভিযুক্ত এনামূল হকের একাধিক ফোনের কললিস্ট হাতে এসেছে তদন্তকারীদের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: 'খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে'। সুকান্তের গলায় এবার অনুব্রত-বচন! রাজ্য় বিজেপি সভাপতির হঙ্কার, 'পুলিসকে বাড়িতে রেখে আসুন। ১৫ মিনিট লাগবে না তৃণমূলের খেলা শেষ করতে'। ''আগামি দিনে নির্বাচনে হারার ভয়ে এধরণের কথা বলছেন', পালটা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।
বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। ভোটের বাজারেও হিট অনুব্রত মণ্ডল! বিতর্কিত বাক্যবাণে বারবার খবরে শিরোনামে উঠে বোলপুরের কেষ্ট। কখনও নির্দল প্রার্থী বাড়ি জ্বালিয়ে দেওয়ার, তো কখনও আবার পুলিসকে বোমা মারা নিদান দিয়েছেন তিনি। সঙ্গে 'গুড়-বাতাসা' আর 'পাচন' দাওয়াই। সেই অনুব্রত মণ্ডল এখন সিবিআই হেফাজতে। গোরুপাচারকাণ্ড দশবার হাজিরা এড়ানোর পর, তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চতুর্থ প্রয়াণবার্ষিকী। মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত একটি বাইক মিছিল আয়োজন করেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল শেষে জনসভায় অনুব্রতের কায়দাতেই রাজ্য়ে শাসকদলকে হুঁশিয়ারি দিলেন তিনি।
আরও পড়ুন: Fraud: চাকরির নামে প্রতারণা? বাড়িতে মুখ্যমন্ত্রীর নামে প্যাড! সোনারপুরে আটক বিজেপি প্রার্থী
কী প্রতিক্রিয়া তৃণমূলের? দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জি ২৪ ঘণ্টা বলেন, '২০২১ সালে নির্বাচন তো উনি দেখেছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচন তো মমতা বন্দ্য়োপাধ্যায়ের পশ্চিমবঙ্গ পুলিস করেনি বা রাজ্য নির্বাচন দফতর করেছে। কোভিডকে উপেক্ষা করে কেন্দ্রীয় নির্বাচন দফতর করেছে ৮ দফায়। সবই তাদের অনুকূলে ছিল। নিজেদের মতো করে খেলতে নেমেছিল। খেলার ফলাফল কী ভুলে গিয়েছে। বাংলার মানুষ তাদের কত ডজন গোলে হারিয়েছে। পরবর্তী প্রত্যেকটি নির্বাচনে কীভাবে হারাচ্ছে'। তাঁর আরও বক্তব্য, 'ন্যূনতম লজ্জা থাকলে কেউ একথা বলে না।আগামি দিনে নির্বাচনে হারার ভয়ে এধরণের কথা বলছে'।
গতবার পঞ্চায়েত ভোটের সময়ে গুড়-বাতাসা' দাওয়াই দিয়েছিলেন অনুব্রত। বলেছিলেন, 'ব্লক অফিসে গুড়-বাতাসা, জল নিয়ে দাঁড়িয়ে থাকবেন তৃণমূলকর্মীরা। গরমে মনোনয়ন দিতে এলে গুড়-বাতাস আর জল খাওয়ানো হবে'। গোরুপাচারকাণ্ডে যেদিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের কেষ্ট, সেদিন জেলায় জেলায় গুড়-বাতাস বিলি করেন বিজেপি ও সিপিএম কর্মীরা। সঙ্গে নকুলদানাও। শুক্রবার দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানে ডাক দিয়েছে বিজেপি।
আরও পড়ুন: Cow Smuggling: চাপ বাড়ছে অনুব্রতর উপরে! সায়গল-এনামুলের কললিস্ট সিবিআইয়ের হাতে
এদিকে গোরুপাচার কাণ্ডে আরও বিপাকে অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, মূল অভিযুক্ত এনামূল হকের একাধিক ফোনের কললিস্ট হাতে এসেছে তদন্তকারীদের। কললিস্ট থেকে জানা গিয়েছে, অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে অনেকবার কথা হয়েছিল এনামূলের। আসানসোলে এখন এনামূলকে জেরা করছেন তদন্তকারী। সায়গলকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।