শুরু হল খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা, বিধানসভার আগে মহড়ায় এগিয়ে থাকবে কে?

আজ রাজ্যের ৩ বিধানসভায় উপ-নির্বাচনের ভোটগণনা। লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের ৬ মাস পর, এখন রাজ্যে গেরুয়া শিবিরের পালে হাওয়া কতটা? তৃণমূল কি জমি পুনরুদ্ধার করতে পারছে? বাম-কংগ্রেস জোট সম্পর্কেই বা, সাধারণ মানুষ কী ভাবছেন? একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আজ।     

Updated By: Nov 28, 2019, 08:13 AM IST
শুরু হল খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা, বিধানসভার আগে মহড়ায় এগিয়ে থাকবে কে?

নিজস্ব প্রতিবেদন: শুরু হল খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা। লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের ৬ মাস পর, এখন রাজ্যে গেরুয়া শিবিরের পালে হাওয়া কতটা? তৃণমূল কি জমি পুনরুদ্ধার করতে পারছে? বাম-কংগ্রেস জোট সম্পর্কেই বা, সাধারণ মানুষ কী ভাবছেন? একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আজ।     

উপনির্বাচনের ফলে বিধানসভা ক্ষমতা বিন্যাসে কোনও প্রভাব পড়বে না। তবুও ফল কী হয় তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল। গত বিধানসভা ভোটে ফল ছিল এমন,১-১-১।  লোকসভা নির্বাচনে বিধানসভাওয়াড়ি ফলে তা পাল্টে গিয়ে হয়ে যায়, বিজেপি ২, তৃণমূল ১। পাল্লাভারী তৃণমূলের। তবে বর্তমানে প্রেক্ষাপটে 'ডার্ক হর্স' বিজেপি।   

ভোটের প্রেক্ষাপট  

লোকসভা ভোটে বাংলায় বিজেপির উত্থানের পর ফের টক্কর তৃণমূল-বিজেপির। গত বিধানসভা নির্বাচনের পর আবর বাম-কংগ্রেস জোট। মোটের উপরে বিধানসভা ভোট ও পুরভোটের আগে উপনির্বাচন মহড়া সব দলের।

ভোটারদের চোখে

বাংলায় এনআরসি-র দাবি নিয়ে তৃণমূল-বিজেপি তরজা। বিজেপির প্রচারে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ, মোদী সরকারের কড়া পাক নীতি।  রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে তৃণমূলের দাবি। 

উপ-নির্বাচনের আবহে মূলত এই বিষয়গুলিই এবার ঘোরাফেরা করেছে। ভোটারদের কী ভাবনা সে উত্তর মিলবে নির্বাচনের ফলে। ভোটের দিন অশান্তি, ৩৪% সংখ্যালঘু ভোটার।জেতা আসন করিমপুরে তৃণমূল কী করে, সেদিকে সবার বাড়তি নজর।

করিমপুর

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার মার খাওয়ায় সোমবার দিনভর গোটা রাজ্যেই করিমপুর নিয়ে চর্চা হয়। বিধানসভা নির্বাচনে করিমপুরে প্রায় ১৬ হাজার ভোটে তৃণমূল জয়ী হয়। লোকসভা ভোটে এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থীই প্রায় ১৪ হাজার ভোটে এগিয়েছিলেন। তবে, বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে করিমপুরে তৃণমূলের ভোট প্রায় ৩ শতাংশ কমে যায়। চব্বিশ শতাংশ ভোট বাড়ে বিজেপির। প্রায় ১৮ শতাংশ ভোট কমে বাম-কংগ্রেসের।

খড়্গপুর

খড়গপুর সদর বিধানসভায় তিনি নিজে প্রার্থী না হলেও, এই আসনে ভোট দিলীপ ঘোষের ব্যক্তিগত লড়াই। বিজেপি সভাপতির আশীর্বাদে ভরসা রেখেই প্রচারে বেরিয়েছিলেন দলের প্রার্থী। পুরসভা চেয়ারম্যান, পরিচিত মুখ প্রদীপ সরকারকে প্রার্থী করে বাজিমাতের চেষ্টায় তৃণমূল। বিধানসভা নির্বাচনে, খড়গপুরে প্রায় ৬ হাজার ভোটে জয়ী হন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা ভোটে এই কেন্দ্রে ৪৫ হাজার ভোটে এগিয়েছিলেন তিনি।বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে, খড়গপুরে তৃণমূলের ভোট প্রায় ৮  শতাংশ বাড়ে। কিন্তু, বাম-কংগ্রেস-তৃণমূলের সম্মিলিত ভোটের চেয়েও বেশি ভোট যায় বিজেপির ঝুলিতে। 

কালিয়াগঞ্জ

প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘরের মাঠ কালিয়াগঞ্জে, তৃণমূল কখনই খুব সুবিধা করতে পারেনি। প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের কন্যা ধীতাশ্রী রায়, এবার এই আসনে বামেদের সমর্থনে কংগ্রেসের প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে, কালিয়াগঞ্জে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয় কংগ্রেস। কিন্তু গত লোকসভা ভোটে এই কেন্দ্রে ৫৭ হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি। বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূলের ভোট প্রায় ৪% কমে যায়। বাম-কংগ্রেস-তৃণমূলের মিলিত ভোটের চেয়েও বেশি ভোট পায় বিজেপি। 

সবমিলিয়ে কালিয়াগঞ্জ এবং খড়গপুরে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। আর করিমপুর ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের। 

আরও পড়ুন- বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা কেন? লোকসভায় অমিতকে প্রশ্ন সুদীপের

.