West Bengal Election 2021: এবার BJP সরকার গঠনের নির্বাচন, খড়্গপুর পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী Dilip

উপনির্বাচনে খড়্গপুরে (Kharagpur) হেরেছিল বিজেপি (BJP)। এবার তাদের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran)। 

Reported By: মৌপিয়া নন্দী | Updated By: Mar 29, 2021, 05:33 PM IST
West Bengal Election 2021: এবার BJP সরকার গঠনের নির্বাচন, খড়্গপুর পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী Dilip

নিজস্ব প্রতিবেদন: গত বিধানসভা ভোটে খড়্গপুরে 'জায়ান্ট কিলার' হয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর লোকসভা ভোটে মেদিনীপুরের সাংসদ হন। ২০১৯ সালে উপনির্বাচনে ওই কেন্দ্রটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস (TMC)। তবে উপনির্বাচন ও একুশের ভোটে ফারাক রয়েছে বলে মনে করেন দিলীপ (Dilip Ghosh)। সোমবার খড়্গপুরে (Kharagpur) রোড শোয়ের মাঝে Zee ২৪ ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর প্রশ্নে বিজেপির রাজ্য সভাপতির ব্যাখ্যা, 'এবার বিজেপি সরকার গঠনের নির্বাচন। অন্য আঙ্গিকে ভোট হচ্ছে।'    

দিলীপকে (Dilip Ghosh) Zee ২৪ ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী প্রশ্ন করেন, ২০১৬ সালে আপনি খড়্গপুরে (Kharagpur) নির্বাচিত হন। উপনির্বাচনে জমি হারালেন। পুনরুদ্ধার করতে পারবেন? দিলীপের প্রতিক্রিয়া,'উপনির্বাচনে প্রশাসনকে কাজে লাগানো হয়েছিল। আমরা জানি কীভাবে কী হয়েছিল! তখন মানুষ অত গুরুত্ব দেননি। আমি কেন্দ্রে ছিলাম না। এবার সরকার গঠনের জন্য লড়ছে বিজেপি। সে জন্যে এই নির্বাচনে অন্য আঙ্গিকে লড়াই হচ্ছে। মানুষও তৈরি। সাড়াও পাচ্ছি। প্রথম দফার ভোটগ্রহণেই বোঝা গিয়েছে, মানুষ কোন দিকে আছেন।' 

খড়্গপুরে (Kharagpur) এবার বিজেপি টিকিট দিয়েছে তারকা হিরণ চট্টোপাধ্যায়কে। হিরণ (Hiran) প্রার্থী হিসেবে কেমন? বিজেপির রাজ্য সভাপতি বলেন,'হিরণ টিএমসি-তে অনেক বছর কাজ করেছেন। রাজনীতি জানে। এখানেও খড়্গপুরে এসে প্রথম দিন থেকে থাকা শুরু করেছে।'  

আরও পড়ুন- WB assembly election 2021 : 'ভিন রাজ্যের পুলিসের পোশাক কিনে জড় করছে BJP', নন্দীগ্রামে 'ষড়যন্ত্রের' আশঙ্কা মমতার

.