West Bengal Election 2021: ৫ বছরে ৫ হাজার কোটির দুর্নীতি, RTI-নথি দিয়ে Jyotipriyo-র বিরুদ্ধে অভিযোগ Kailash-র
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন কৈলাস (Kailash Vijayvargiya)।
নিজস্ব প্রতিবেদন: গত ৫ বছরে রাজ্যে ৫ হাজার কোটি টাকার রেশন দুর্নীতির অভিযোগ করল বিজেপি (BJP)। বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে চাল সংগ্রহ ও বণ্টনে দুর্নীতির অভিযোগ করলেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তাঁর কথায়, 'কৃষকরা ধানের উৎপাদনমূল্য পাননি। গরিবরা চাল পাননি। এই দুর্নীতিতে জড়িত মমতার ঘনিষ্ঠ মন্ত্রী।'
বাইপাসের ধারে একটি হোটেলে সাংবাদিক বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন,''ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে বিভিন্ন সোসাইটি ও স্বনির্ভর গোষ্ঠীগুলি। কত জন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে, তার কোনও তালিকা নেই রাজ্যের কাছে। তার পর আমরা জানতে চাই, কত টাকা চেকে দেওয়া হয়েছে? ধান কেনা হয়েছে নগদে। প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি যোজনায় এই জন্য তালিকা দিতে পারেনি রাজ্য। এই শস্য গরিবদের কাছে পৌঁছয়নি।''
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন কৈলাস (Kailash Vijayvargiya) । তাঁর কথায়,''ত্রিপলের পয়সা এলেও গরিবদের কাছে পৌঁছয়নি। মোদীজি চাল পাঠালেও আসেনি। প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রতিবছর। এটা খালি ৫ বছরের তথ্য। মন্ত্রী নিজেও জড়িত। তাঁর সম্পত্তির হিসাব রয়েছে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায়। ২০০৬ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি ছিল ৫ লক্ষ টাকা। ২০১১ সালে তা বেড়ে হয় ৮৫ লক্ষ। ২০১৬ সালে ১ কোটি ৫২ লক্ষ ও ২০২১ সালে ৬ কোটি ২৯ লক্ষ সম্পত্তির কথা উল্লেখে রয়েছে হলফনামায়। তার কয়েকগুণ বেশি সম্পত্তি রয়েছে ওঁর। বাংলাদেশেও সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছি। ৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এটা গরিব ও কৃষকদের পয়সা। এই দুর্নীতিতে মহেন্দ্র আগরওয়াল, কালীদাস সাহা ও মতিবুর রহমানদের নাম পেয়েছি। গো-পাচারের সঙ্গেও যুক্ত।''
বিমুদ্রাকরণের সময় ব্যাঙ্কে জ্যোতিপ্রিয় ও তাঁর মেয়ের জমা দেওয়া টাকার হিসাবও দিয়েছেন কৈলাস (Kailash Vijayvargiya)। তাঁর দাবি, নোটবন্দির সময় ৪ কোটি ২৯ লক্ষ টাকা জমা দিয়েছিলেন মনিদীপা মল্লিক। ওঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের অ্যাঙ্কাউন্টে জমা পড়েছে ৩ কোটি ৩৭ লক্ষ টাকা। টিউশন থেকে এই টাকা এসেছে বলে দাবি করেছেন তিনি। অথচ সপ্তম বেতন কমিশনের জন্য রাস্তায় বসছেন শিক্ষকরা।'' ক্ষমতায় আসার পর দুর্নীতির তদন্ত হবে বলেও ঘোষণা করেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কৈলাসের অভিযোগ নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।