West Bengal Election 2021: লাশের রাজনীতি দিদির পুরনো অভ্যাস, শীতল-অডিয়োয় Mamata-কে খোঁচা Modi-র

গতকাল একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) দাবি করেন,'শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যুর পর তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়কে প্রার্থী ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।' 

Updated By: Apr 17, 2021, 04:07 PM IST
West Bengal Election 2021:  লাশের রাজনীতি দিদির পুরনো অভ্যাস, শীতল-অডিয়োয় Mamata-কে খোঁচা Modi-র

নিজস্ব প্রতিবেদন: শীতলকুচিকাণ্ডে মমতার অডিয়ো ক্লিপ নিয়ে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আসানসোলের সভায় তিনি বলেন,'লাশের রাজনীতি দিদির পুরনো অভ্যাস।' এ দিকে গলসির সভায় মমতা জানিয়ে দিয়েছেন, কে ফোনে আড়ি পেতেছে, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেবেন।      
 
গতকাল একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) দাবি করেন,'শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যুর পর তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়কে প্রার্থী ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।' ওই অডিয়ো ক্লিপে মমতার কণ্ঠস্বরের মহিলাকে বলতে শোনা গিয়েছিল, ডেড বডি পরিবারকে দেওয়া হবে না। সেগুলি নিয়ে মিছিল হবে। ওই অডিয়োর প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর (PM Modi) ভাষণে। এ দিন তিনি বলেন,'দিদির নির্মমতা ও অসংবেদনশীলতা আরও একবার দেখলাম। কোচবিহারে যা হয়েছে, সেনিয়ে কাল একটা অডিয়ো আপনারা শুনেছেন। ৫ জনের মৃত্যুর ঘটনায় রাজনীতি করছেন দিদি। ওই অডিয়োয় কোচবিহারের তৃণমূল নেতাকে বলা হচ্ছে, নিহতদের মৃতদেহ নিয়ে র‍্যালি করো। দিদি ভোটব্যাঙ্কের জন্য আর কতদূর যাবেন!কোচবিহারে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন দিদি। লাশ নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যাস।'        

মোদী (PM Modi) আরও বলেন,'শুধু কেন্দ্রীয় বাহিনীকেই নয়, সেনাকেও অপমান করেন দিদি। রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। দেশের সংবিধানের চেয়েও নিজেকে বড় ভাবেন! বিরোধ ও গতিরোধে আর সীমাবদ্ধ নেই দিদি। প্রতিশোধের বিপজ্জনক সীমাও পেরিয়ে গিয়েছেন।' 

এ দিন গলসির সভায় মমতা  (Mamata Banerjee) বলেন,'কে আমার ফোনে আড়ি পাতছে, তা আমি জানতে চাই। উন্নয়নের কথা বলতে পারছে না। আমার ফোনে আড়ি পাতছে। এটা একটা বিরাট স্ক্যাম। সিআইডি তদন্তের নির্দেশ দেব।'

আরও পড়ুন- West Bengal Assembly Election 2021:বিরাট Scam; CID তদন্ত হবে, আমার ফোন কে ট্যাপ করেছে জানতে চাই

.