West Bengal Election 2021: ৮ জনকে না মেরে ৪ জনকে কেন মারল? কেন্দ্রীয় বাহিনীকে শোকজ করা উচিত: Rahul
শীতলকুচির ঘটনায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার।
![West Bengal Election 2021: ৮ জনকে না মেরে ৪ জনকে কেন মারল? কেন্দ্রীয় বাহিনীকে শোকজ করা উচিত: Rahul West Bengal Election 2021: ৮ জনকে না মেরে ৪ জনকে কেন মারল? কেন্দ্রীয় বাহিনীকে শোকজ করা উচিত: Rahul](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/12/316021-rahulsinha.jpg)
নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসুর (Sayantan Basu) পর এবার রাহুল সিনহা (Rahul Sinha)। শীতলকুচির ঘটনায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্য, শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর।
হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha) বলেন,'শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী ৪ জনকে মারল, তার জন্যে শোকজ করা উচিত। যারা ভোটের লাইনে দাঁড়িয়ে ১৮ বছরের ছেলেকে প্রকাশ্যে গুলি করে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেন্দ্রীয় বাহিনীর দিকে বোমা ছো়ড়ে তাদের নেত্রী।'
রবিবার বরানগরে পার্নো মিত্রের প্রচারে গিয়ে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন,'বাংলায় দুষ্টু ছেলে আর থাকবে না। কেউ যদি বাধা দেয় শুনবেন না। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।' তার আগে সায়ন্তন বসু হুঁশিয়ারি দেন,বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।
আরও পড়ুন- West Bengal Election 2021: কোচবিহারের ঘটনা দিদির ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যানের অংশ : Modi