নিজস্ব প্রতিবেদন: হলদিয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, জয়ের শংসাপত্র আনতে গিয়েছিলেন হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাছাকাছি তাঁর গাড়ি যেতেই তৃণমূলের লোকজন ঘিরে ফেলে বলে অভিযোগ। গাড়ি ঘুরিয়ে ফিরে যান শুভেন্দু। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিস। 'পুলিসের সামনে ধোলাই হবে' বলে তৃণমূল কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ বিজেপির (BJP)।


ডিস্ট্রিক ইনফরমেশন অফিসার জানান, ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। ফলাফলেই স্পষ্ট প্রাপ্ত ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পরই পুনর্গণনার দাবি তোলে তৃণমূল কংগ্রেস (TMC)। রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি করেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। পুনর্গণনা করা হবে না বলে জানিয়ে দেন রিটার্নিং অফিসার।


আরও পড়ুন- নন্দীগ্রামে ইভিএমে কারচুপির অভিযোগ, পুনর্গণনা চেয়ে কমিশনে চিঠি TMC-র