'করোনা পরিস্থিতি উদ্বেগের, তবে পুজো নিয়ে উচ্চ আদালতের রায় ভবিষ্যতের জন্য ভালো পদক্ষেপ'

রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল

Updated By: Oct 24, 2020, 06:43 PM IST
 'করোনা পরিস্থিতি উদ্বেগের, তবে পুজো নিয়ে উচ্চ আদালতের রায় ভবিষ্যতের জন্য ভালো পদক্ষেপ'
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোয় যেসব নিষেধাজ্ঞা আদালত জারি করেছে তাকে স্বাগত জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

অষ্টমীর সন্ধেয় আজ বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে যান রাজ্যপাল। সেখানে কিছুক্ষণ কাটানোর পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন ধনখড়।

আরও পড়ুন-পরনে লাল পাড় শাড়ি, স্বামীর সঙ্গে অষ্টমীর অঞ্জলিতে হাজির নুসরত জাহান 

রাজ্যপাল বলেন, দেবীর কাছে দ্রুত এই সময় কাটিয়ে দেওয়ার প্রার্থনা করছি। দেবী অশুভ শক্তির বিনাশকারী। আশাকরি তাঁর কৃপায় আমরা খুব শীঘ্রই এই বিপদ থেকে মুক্তি পাব।

রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। তিনি বলেন, রাজ্যে করোনা সংক্রমণ চিন্তার বিষয়। এরকম এক অবস্থায় উচ্চ আদালত যে পুজো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই সঠিক। পুজোগুলির কোনও ক্ষতি হয়নি। অথচ ভবিষ্যতের জন্য একটি ভালো পদক্ষেপ রইল।

আরও পড়ুন-অষ্টমীর সকালে এল খবর, ভাল আছেন কপিল দেব

রাজ্যপালের আর্জি, করোনা থেকে বাঁচতে সব সতর্কতা মেনে চলুন। হাত ধোয়ার অভ্যেস বজায় রাখুন, মাস্ক জরুরি। আমরা এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা আমাদের জীবনের একটা অধ্যায়। ভ্যাকসিন হয়তো আর কিছুদিনের মধ্যেই এসে যাবে। ততদিন সাবধানতা অবলম্বন করুন।

.