নিজস্ব প্রতিবেদন: পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে মিলল সমাধান। ২৪ ঘণ্টার ধর্মঘটে রাশ টানল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পেট্রল পাম্প খোলার সিদ্ধান্ত নিলেন তাঁরা। তেল কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে মধ্যস্থতা করবেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই মর্মে ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমিশন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বন্ধের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ফলে রাজ্যের প্রায় আড়াই হাজার পাম্প স্তব্ধ হয়ে যায়। ধর্মঘটের প্রভাব পড়ে গণপরিবহণে।


আরও পড়ুন: Jalpaiguri: ভ্যাকসিনের লাইনে হুড়োহুড়িতে আহত বহু, আশঙ্কাজনক ৪ জনকে পাঠানো হল জলপাইগুড়ির হাসপাতালে


প্রসঙ্গত, পেট্রল-ডিজেলের দাম বাড়লেও সেই মতো কমিশন পাচ্ছেন না মালিকরা। বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল রাজ্য সরকারের সঙ্গে, কিন্তু কোনও সুরাহা হয়নি। তারপরেই ধর্মঘটের ডাক দেন তাঁরা।


আরও পড়ুন: Visva Bharati: নিরাপত্তা দিন, পুলিসকে মেল করে আবেদন উপাচার্যের


সংগঠনের দাবি ছিল, কমিশন বাড়ানোর দাবিতে বহুবার কথা হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সঙ্গে। কিন্তু কোনও ফল মেলেনি।