জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দক্ষিণবঙ্গ জুড়ে বসন্তের আমেজ। শনিবারের চেয়ে কমল তাপমাত্রা। তবে রবিবার কলকাতায় রাতের তাপমাত্রা বাইশ দশমিক এক ডিগ্রি। ইতিমধ্যেই উধাও শীতের আমেজ। বাতাসে জলীয় বাষ্পের জেরে বাড়ছে অস্বস্তি। ফেব্রুয়ারি কাটবে নির্বিঘ্নেই। দহন জ্বালার কোনও সম্ভাবনা নেই। কিন্তু, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গরমে হাঁসফাঁস করতে পারে শহরবাসী। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টিপাত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Howrah: নেশামুক্তির পর কর্মসংস্থানও! মাদকাসক্তদের মূলস্রোতে ফেরাতে নয়া উদ্যোগ পুলিসের


শুক্রবার বাংলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি।আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গত দুদিনে তুলনায় আজ সামান্য তাপমাত্রা কম হলেও শীতের আমেজ উধাও। তবে ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলার দিকে গরম থাকবে। প্রধানত আংশিক মেঘলা থাকবে আকাশ।সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ থেকে ২২ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। বাতাসে সর্বোচ্চ জলিও বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ শতাংশ।


ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে চড়ছে, তাতে এবার গ্রীষ্মে বঙ্গবাসীর বেহাল দশা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী কয়েকদিন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বদলাতে পারে পরিস্থিতি। এদিকে উত্তরবঙ্গেও পারদ চড়বে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি ওপরে থাকবে তাপমাত্রা। পার্বত্য দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



আরও পড়ুন, Jaldapara National Park: গন্ডারের তাড়ায় উল্টে গেল গাড়ি! জলদাপাড়ায় আহত ৪ পর্যটক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)