অয়ন ঘোষাল: মার্চের আকাশ আপাতত পরিস্কার আকাশ। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তর পশ্চিমের হাওয়া বইবে। সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া তবে বেলা বাড়লে গরম বাড়বে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Siliguri News: প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন শাশুড়িকে! জখম স্ত্রী, গ্রেফতার জামাই


১৪ই মার্চ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দিনভর মেঘলা আকাশ পশ্চিমের জেলাগুলিতে অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া আগামীকাল পর্যন্ত। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার।


উত্তরবঙ্গ আজ ও কাল দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কালিম্পং-এর পার্বত্য এলাকাতেও। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ।


শহর কলকাতায় সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। দিনভর পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী দু'দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৬ শতাংশ। 



আরও পড়ুন, Buniadpur Municipality: লোকসভা ভোটের আগে আচমকাই বুনিয়াদপুরের পুর প্রশাসক পদে বদল!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)