Weather Today: আজ থেকেই কমতে পারে তাপমাত্রা, কমল কুয়াশার আধিক্য

 জাঁকিয়ে শীত উপভোগ করতে না পারলেও সপ্তাহান্ত থেকে শীতের আমেজে মজতে পারে বাংলা। 

Updated By: Nov 26, 2021, 09:20 AM IST
Weather Today: আজ থেকেই কমতে পারে তাপমাত্রা, কমল কুয়াশার আধিক্য
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ক্রমশ প্রবেশ করছে উত্তুরে হাওয়া। নভেম্বরে সেভাবে জাঁকিয়ে শীত উপভোগ করতে না পারলেও সপ্তাহান্ত থেকে শীতের আমেজে মজতে পারে বাংলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোন বৃষ্টির সম্ভাবনা আর নেই। ফলে এবার শীতের আগমন যেন সময়ের অপেক্ষা। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কুয়াশামুক্ত পরিষ্কার আকাশ থাকবে। তাই রাতের তাপমাত্রা খুব সামান্য বাড়লেও ভোরে বহাল থাকল শীত শীত ভাব। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি। আগের দিন তা ছিল ১৯.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদিও বাড়েনি। আজ রাতে তাপমাত্রা আরও সামান্য কমবে। উইক এন্ডে ভোরে শীতের আমেজ অক্ষুণ্ণ থাকবে বলেই জানান হয়েছে।

আরও পড়ুন, Siliguri: নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ডাম্পার ঢুকে পড়ল দোকানে! মৃত ৪

যদিও বেলা বাড়তেই শীতের আমেজ উধাও হবে।  নিম্নচাপের জেরে পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতার আকাশ মেঘমুক্ত রৌদ্রজ্জ্বলই থাকবে। যদিও হাওয়া অফিস থেকে আগেই জানিয়ে দিয়েছিল যে সেম্বরের ১৫ তারিখের পর থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাংলার মানুষ। রাজ্যে ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তরে হাওয়া, যদিও গত পরশু কুয়াশার চাদর মুড়ে ছিল কলকাতাকে, যার ফলে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি বেড়ে গিয়েছিল।

হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, মেঘ সরে আকাশ পরিষ্কার হলেই ফিরবে হেমন্তের ঠান্ডা আমেজ। আগামী ২-৩ দিনের মধ্যে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪০ শতাংশ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.