Balurghat: কাশ্মীরের মতো পরিস্থিতি হবে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব সুকান্ত
বিজেপি সভাপতি এদিন আরও বলেন, রাজ্যে এখন রাজত্ব চালাচ্ছে ক্রিমিনালরা
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হচ্ছে। এতে প্রমাণ হয় কোথায় অস্ত্র রয়েছে তা পুলিস জানত। রবিবার বালুরঘাটে দলের কর্মীসভার পর এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কাশ্মীরের মতো হতে চলেছে বলেও মন্তব্য করেন সুকান্ত।
রাজ্য বিজেপি সভাপতি এদিন আরও বলেন, রাজ্যে এখন রাজত্ব চালাচ্ছে ক্রিমিনালরা। আগে মুঙ্গের থেকে অস্ত্র আসতো। এখন অস্ত্র রাজ্য়েই তৈরি হচ্ছে। বারুদের স্তূপের উপরে বসে রয়েছে রাজ্য।
মালদায় বোমা বিস্ফোরণে শিশুমৃত্যু, উত্তর ২৪ পরগনায় নাবালিকা ধর্ষণ নিয়েও সরব হন সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা যে দিকে যাচ্ছে তাতে কাশ্মীরের মতো পরিস্থিতি হতে চলেছে। বোমা বন্দুক নিয়ে পুলিস তত্পর হলেও ডাইনি অপবাদে ঘরছাড়াদের নিয়ে বারবার অভিযোগ করেও কোনও কাজ হচ্ছে না। অর্থাত্ পুলিস কাজ করছে না। পুলিস শুধু উপরতলার নির্দেশ পেলেই কাজ করে।
আরও পড়ুন-ICC Women's World Cup, INDWvsRSAW : মরণ বাঁচন ম্যাচে কেন মাঠে নেই Jhulan Goswami? জানতে পড়ুন
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)