ছাত্রীকে দিঘা নিয়ে যাওয়ার প্রস্তাব প্রধান শিক্ষকের, প্রতিবাদে রাস্তায় পড়ুয়ারা
প্রতিবাদী ছাত্রীদের দাবি, ওই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী স্কুলের সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের কাছে গিয়েছিল। সেই সময়ই ওই ছাত্রীকে প্রধান শিক্ষক কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। এমনকী ওই ছাত্রীকে দিঘায় নিয়ে যাওয়ার কথাও বলেন বলে অভিযোগ উঠেছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছে প্রধান শিক্ষক। সেই প্রতিবাদে উত্তাল স্কুল। রাস্তায় প্রতিবাদে নামল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভীমেশ্বরী হাইস্কুলে। শুক্রবার বিকেলে এগরা বাজকুল রাজ্য সড়কে স্কুলের সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ভগবানপুরের ওই স্কুলের কয়েক শো ছেলে মেয়ে ও তাদের অভিভাবকরা। অবরোধের জেরে রীতিমতো যানজট তৈরি হয় এলাকায়। প্রতিবাদী ছাত্রীদের দাবি, ওই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী স্কুলের সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের কাছে গিয়েছিল। সেই সময়ই ওই ছাত্রীকে প্রধান শিক্ষক কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। এমনকী ওই ছাত্রীকে দিঘায় নিয়ে যাওয়ার কথাও বলেন বলে অভিযোগ উঠেছে।
পরে অনেক বুঝিয়ে ভগবানপুর থানার পুলিস অবরোধ তোলে। ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন, “অবরোধ তুলে দেওয়া হয়েছে। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে।” ছাত্রীর মা বলেন, “বুধবার আমার মেয়ে স্কুলে এসেছিল। স্কুলের কাজে প্রধান শিক্ষকের কাছে গেলে মেয়েকে কুপ্রস্তাব দেয়।'' কিছুদিন আগে এমনই এক ঘটনা ঘটে বাঁকুড়া জেলায়।
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেফতার হয় শিক্ষক ৷ ভাইরাল হওয়া একটি অডিয়োর ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্ত শিক্ষক বিষ্ণুপুর শহর লাগোয়া একটি স্কুলের পার্শ্ব শিক্ষকতা করেন ৷ তাঁর নিজের একটি কোচিং সেন্টার আছে ৷ সেখানেই এই ছাত্রী পড়তে যেত ৷ অভিযোগ, সেই সুযোগেই অভিযুক্ত শিক্ষক বেশকিছু দিন ধরেই ওই নাবালিকা ছাত্রীকে কুপ্রস্তাব দিচ্ছিল ৷ সম্প্রতি ওই ছাত্রী ঘটনাটি বাড়িতে জানায় ৷
আরও পড়ুন, Kaushiki Amavasya Tarapith: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মায়ের বিশেষ সাজ আর ভোগ...