সন্তান কোথায়? জানেন না এই মা!
বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বালির মাঠ এলাকা। এই প্রকাণ্ড বাড়ির সামনে শীতের রাতে পড়ে রয়েছেন গৃহবধূ নিবেদিতা দে
নিজস্ব প্রতিবেদন: চার বছরের ছেলেকে কেড়ে নিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সন্তানের দাবিতে তালাবন্ধ বাড়ির সামনে পড়ে রয়েছেন মা। শীতের রাতে প্রতিবেশীদের দেওয়া সামান্য খাবার খেয়ে চোখের জলে ভাসছেন বর্ধমান শহরের বালির মাঠ এলাকার গৃহবধূ। সম্পত্তি লিখে না দেওয়াতেই এই অত্যাচারের অভিযোগ সরকারি স্তরের বড়কর্তা স্বামীর বিরুদ্ধে।
আরও পড়ুন: কেউ কি জেনে শুনে বিষ মদ খায়? ক্ষতিপূরণ নিয়ে সাফাই দিতে গিয়ে বললেন মমতা
বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বালির মাঠ এলাকা। এই প্রকাণ্ড বাড়ির সামনে শীতের রাতে পড়ে রয়েছেন গৃহবধূ নিবেদিতা দে। জানেন না চার বছরের সন্তান কোথায়। নিবেদিতার অভিযোগ, বাপের বাড়ির সম্পত্তি স্বামীর নামে লিখে না দেওয়ায় অত্যাচার চলছিলই। এবার সন্তানকে মায়ের থেকে সরিয়েও দেওয়া হয়েছে।
শ্বাসরোধ করে খুন করা হয়েছে আইনজীবী রজতকে, সন্দেহের তির স্ত্রীর দিকে
স্বামী অরূনাভ দে সরকারি স্তরের বড় কর্তা। দায়ের করেছেন ডিভোর্সের মামলাও। কিন্তু কোনও মায়ের থেকে সন্তানকে সরিয়ে দেওয়া কি মেনে নেওয়া যায়? নিন্দায় সরব প্রতিবেশীরা। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নিবেদিতা। শীতের রাতে না খেয়ে এভাবেই পথে পড়ে রয়েছেন তিনি। একটাই দাবি, ফিরিয়ে দাও আমার সন্তান।