প্রেম প্রস্তাবে রাজি হয়নি নবম শ্রেণির ছাত্রী, চরম প্রতিশোধ নিল যুবক

মুখে চাপা দিয়ে গ্রামের মধ্যে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় আকাশ।

Updated By: Jul 19, 2018, 02:22 PM IST
প্রেম প্রস্তাবে রাজি হয়নি নবম শ্রেণির ছাত্রী, চরম প্রতিশোধ নিল যুবক

নিজস্ব প্রতিবেদন : প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে তুলে গিয়ে 'ধর্ষণে'র অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে।

মহম্মদবাজারের সেকেড্ডা এলাকার বাসিন্দা আকাশ শেখ নামে ওই অভিযুক্ত যুবক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকারই বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে অনুসরণ করত সে। মাঝেমধ্যেই হাত ধরে টানাটানি করত। নানাভাবে ওই ছাত্রীকে উত্যক্ত করত আকাশ।

কিন্তু, কোনও অবস্থাতেই আকাশের দেওয়া প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। এরপরই বুধবার রাতে ওই ছাত্রীকে আকাশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। গতকাল রাতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, সেইসময়ই তার মুখে চাপা দিয়ে গ্রামের মধ্যে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় আকাশ। সেখানেই ওই ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানো হয়।

আরও পড়ুন, অশ্লীল ছবি দেখিয়ে মেয়ের সঙ্গে 'যৌন সম্পর্ক'-এর চেষ্টা 'বাবা'র

মেয়েটির চিত্কারে ছুটে আসে এলাকাবাসী। বিপদ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় রাতেই মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।

.