ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা জুনেই পৌঁছবে ৩৭১ মিলিয়নে!
![ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা জুনেই পৌঁছবে ৩৭১ মিলিয়নে! ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা জুনেই পৌঁছবে ৩৭১ মিলিয়নে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/04/48947-internet4-2-16.jpg)
ওয়েব ডেস্কঃ এক সময় ইন্টারনেট বিষয়টা ছিল আশ্চর্য় প্রদীপের মতো। এক জায়গায় বসে নিমেষে পাওয়া যায় গোটা বিশ্বের খবর। ভারি অবাক করা কাণ্ড। ধীরে ধীরে ঘোর কাটতে থাকল। সাধারণ মানুষের নাগালের মধ্যে এসে পড়ল ইন্টারনেট। আর স্মার্টফোনের দৌলতে এখন তো তা লোকের হাতের মুঠোয়। প্রত্যন্ত গ্রাম হোক বা শহর, সব মানুষের হাতেই এখন মোবাইল ইন্টারনেট। রোজ রোজ হুরহুর করে বাড়ছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।
সম্প্রতি ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েসন অব ইন্ডিয়ার প্রকাশিত একটি রিপোর্ট ‘মোবাইল ইন্টারনেট ইন ইন্ডিয়া’-য় বলা হয়েছে জুন ২০১৬-য় ভারতে মোবাইল ইন্টারনেট ব্য্যহারকারীর সংখ্যা দাঁড়াবে ৩৭১ মিলিয়ন, ডিসেম্বর ২০১৫য় যা ছিল ৩০৬ মিলিয়ন। এই সংখ্যা বৃদ্ধির বেশিরভাগটাই অবশ্য ভারতের গ্রাম অঞ্চলে। এক বছরে ভারতের গ্রাম অঞ্চলে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৯৩ শতাংশ। এই রিপোর্টে সামনে এসেছে আরও একটি তথ্য। প্রথমবার মোবাইল ইন্টারনেটের ব্যবহারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে টপকে গেছে অনলাইন কমিউনিকেশন। ভারতের শহরাঞ্চলের ৭৬ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তুলনায় ৪ শতাংশ বেশি, মোট ৮০ শতাংশ মানুষ ব্যবহার করেন অনলাইন কমিউনিকেশনে।