খুব তাড়াতাড়িই আসছে 5G, কোন কোন শহরে মিলবে এই পরিষেবা? রইল চেকলিস্ট...

যদিও, এর মানে এই নয় যে শহরগুলিতে বসবাসকারী প্রত্যেকে 5G পরিষেবাগুলি প্রথম চালু হওয়ার পরেই তার অ্যাক্সেস পাবে। এটি অসম্ভাব্য কারণ সংস্থাগুলি এই শহরগুলির কিছু নির্বাচিত এলাকায় 5G অ্যাক্সেস প্রদান করতে পারে। এমনকি এই শহরগুলিতে, 5G সবার কাছে পৌঁছাতে অনেক সময় লাগতে পারে বলেও জানা গিয়েছে।

Updated By: Aug 24, 2022, 02:10 PM IST
খুব তাড়াতাড়িই আসছে 5G, কোন কোন শহরে মিলবে এই পরিষেবা? রইল চেকলিস্ট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোযত তাড়াতাড়ি সম্ভব ভারতে 5G পরিষেবা চালু হতে চলেছে। দুটি বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এবং এয়ারটেল এই মাসের শেষ নাগাদ ভারতে তাদের 5G পরিষেবা চালু করতে পারে বলে জানা গিয়েছে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) এর উদ্বোধনে 5G চালু করবে বলে জানা গিয়েছে। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে 5G চালু করা হবে। তিনি আরও বলেছিলেন যে 5G এর গতি 4G-র তুলনায় ১০ গুণ দ্রুত হবে। জানা গিয়েছে যে 5G পরিষেবা পর্যায়ক্রমে শুরু করা হবে। প্রথম পর্যায়ে, শুধুমাত্র ১৩টি নির্বাচিত শহর দ্রুত গতির এই ইন্টারনেট পরিষেবা পাবে। 

যে শহরগুলি শুরুতে 5G পরিষেবা শুরু হতে চলেছে সেগুলি হল আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বই, পুনে।

আরও পড়ুন: eSIM: ই-সিম কী? কোন ফোনে কাজ করে এই প্রযুক্তি? কতই বা দাম?

যদিও, এর মানে এই নয় যে শহরগুলিতে বসবাসকারী প্রত্যেকে 5G পরিষেবাগুলি প্রথম চালু হওয়ার পরেই তার অ্যাক্সেস পাবে। এটি অসম্ভাব্য কারণ সংস্থাগুলি এই শহরগুলির কিছু নির্বাচিত এলাকায় 5G অ্যাক্সেস প্রদান করতে পারে। এমনকি এই শহরগুলিতে, 5G সবার কাছে পৌঁছাতে অনেক সময় লাগতে পারে বলেও জানা গিয়েছে।

কিন্তু আপনার ফোনে কী ৫জি পরিষেবা চলে? যেনে নিন কী করে জানবেন। প্রথমে নিজের অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস অপশনে যেতে হবে এরপরে ওয়াইফাই এবং নেটওয়ার্ক অপশনে যেতে হবে। সেখানে সিম এবং নেটওয়ার্ক অপশনে গিয়ে প্রেফার্ড নেটওয়ার্ক লিস্ট দেখা যাবে। আপনার ফোন ৫জি সাপর্ট করলে সেই তালিকায় তা দেখা যাবে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.