ব্রন্ডব্যান্ড গ্রাহকদের জন্য ফ্রি ভয়েস কলিং প্যাক নিয়ে এল এয়ারটেল

ব্রন্ডব্যান্ড গ্রাহকদের জন্য যে কোনও নেটওয়ার্কে ফ্রি-ভয়েস কলিং পরিষেবা নিয়ে এল এয়ারটেল। সোমবার এই পরিষেবা লঞ্চ করে ভারতী এয়ারটেলআইবিএসই-১.৮৩%।

Updated By: Apr 27, 2015, 06:05 PM IST
ব্রন্ডব্যান্ড গ্রাহকদের জন্য ফ্রি ভয়েস কলিং প্যাক নিয়ে এল এয়ারটেল

ওয়েব ডেস্ক: ব্রন্ডব্যান্ড গ্রাহকদের জন্য যে কোনও নেটওয়ার্কে ফ্রি-ভয়েস কলিং পরিষেবা নিয়ে এল এয়ারটেল। সোমবার এই পরিষেবা লঞ্চ করে ভারতী এয়ারটেলআইবিএসই-১.৮৩%।

ফ্রি ভয়েস কলিংয়ের দুটি ভিন্ন প্যাকেজ লঞ্চ করেছে এয়ারটেল। ল্যান্ডলাইন ও মোবাইল, দুই ক্ষেত্রেই ব্রন্ডব্যান্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় ফ্রি ভয়েস কলিং প্যাকেজ নিয়ে এসেছে এয়ারটেল। মাসে মাত্র ৪৯ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি লোকাল কল প্যাকেজ ও মাসে মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ফ্রি এসটিডি কল প্যাকেজ। দেশের মোট ৮৭টি শহরে ব্যক্তিগত ও বাণিজ্যিক সুবিধার্থে এয়ারটেলের ব্রন্ডব্যান্ড কানেকশন ব্যবহার করেন গ্রাহকরা।

এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে রাত ৯টা থেকে সকাল ৭টা ল্যান্ডলাইন ফোন থেকে ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা নিয়ে আসছে বিএসএনএলও।

 

.