১২ মাস ৪জি ফ্রি, ঘোষণা করল এয়ারটেল

কে কত ছাড় দিতে পারছে, সেই বুঝেই লড়াই! আম্বানির কোম্পানি রিলায়েন্স তো আগেই ধামাকা করেছে ভারতের বাজারে জিও নিয়ে এসে। প্রথমে পুরনো বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেটা ফ্রি'র ঘোষণা তারপর নিউ ইয়ারে সেই ছাড় বাড়িয়ে করে দেওয়া হয় ৩১ মার্চ পর্যন্ত। তারপর রিলায়েন্স নতুন কী অফার নিয়ে আসবে তা সময়ই বলবে। এরই মধ্যে নতুন বছরে গ্রাহকদের নিজেদের দিকে টেনে আনতে ১২ মাস ৪জি ফ্রি'র অফার নিয়ে এল ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল। আরও পড়ুন- অ্যান্ড্রয়েড নিয়ে নোকিয়া ফিরল স্মার্টফোনের বাজারে

Updated By: Jan 11, 2017, 04:25 PM IST
১২ মাস ৪জি ফ্রি, ঘোষণা করল এয়ারটেল

ওয়েব ডেস্ক: কে কত ছাড় দিতে পারছে, সেই বুঝেই লড়াই! আম্বানির কোম্পানি রিলায়েন্স তো আগেই ধামাকা করেছে ভারতের বাজারে জিও নিয়ে এসে। প্রথমে পুরনো বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেটা ফ্রি'র ঘোষণা তারপর নিউ ইয়ারে সেই ছাড় বাড়িয়ে করে দেওয়া হয় ৩১ মার্চ পর্যন্ত। তারপর রিলায়েন্স নতুন কী অফার নিয়ে আসবে তা সময়ই বলবে। এরই মধ্যে নতুন বছরে গ্রাহকদের নিজেদের দিকে টেনে আনতে ১২ মাস ৪জি ফ্রি'র অফার নিয়ে এল ভারতের সব থেকে বড় নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল। আরও পড়ুন- অ্যান্ড্রয়েড নিয়ে নোকিয়া ফিরল স্মার্টফোনের বাজারে

 

৯০০০ টাকা সাবস্ক্রিপশন ফি। একবার এই ৯০০০ টাকা দিয়ে এয়ারটেল সাবস্ক্রিপশন করিয়ে নিলেই প্রতি মাসে গ্রাহক ৩ জিবি করে ডেটা ফ্রি পাবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক ক্রেতাদের সাবস্ক্রিপশন করিয়ে নিতে হবে এয়ারটেলে, তবেই মিলবে সারা বছর ফ্রি ৪জি ডেটা ব্যবহারের ছাড়। নতুন ক্রেতারা তো বটেই পুরনো গ্রাহক যারা এয়ারটেল ব্যবহার করেন তারাও এই অফার উপভোগ করতে পারবেন।  তবে ৪জি সাপোর্ট করে এমন স্মার্ট ফোনেই উপভোগ করা যাবে এই অফার। 

.